![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব.................
মনে আছে তোমার ? একদিন শিরিন পুকুরে, শানবাঁধা ঘাটে ?
আনাড়ি হাতে শাড়ি পড়ে কনে হয়েছিলে তুমি,
শাড়ির ভাঁজে লুকিয়েছিলো আনন্দ আর পুলকের ফুল ;
পুকুরের জলে বইছিলো মৃদমন্দ বাতাস তুমুল;
তুমি হয়েছিলে অপূর্ব অপরূপ এক নন্দিনী ;,
তোমার পেলব মাধবী নীলশাড়ি রং তুমি জেগে আছে মানসপটে।
সাদা চোখে নেমেছিলো শরত আকাশের শুভ্রতার ভীড়,
তোমার শরীর থেকে বিচ্ছূরিত হচ্ছিলো অমরাবতীর জল ;
তুমি রজনীগন্ধ্যার মতোন লতো মেলে নুয়ে পড়েছিলে ।
শীর শীর বাতাস আলতো বইছিলো শিরিনপুকুরে জলে,
রক্তের নির্যাস থেকে আপনাই ভেসেছিলো আনন্দের তরল ;
তুমি আমাকে দিয়েছিলে সেদিন এই পৃথিবীর ভীড়ে সুন্দর এক নীড়।
তুমি আছো, আমি আছি,বেঁচে আছি ; এই শহরের গর্ভে
আমাদের দেখা নেই, কথা নেই, তবু মন ভরে যায় সীমাহীন গর্বে।
১৭.০৭.২০১৩
©somewhere in net ltd.