![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আনারুলের বাপগো, কোথায় গো __কাছে থাকো গো হামার,
কুটি থাকেন গো __ হ্যাই সময় কাছত থাকো তো একটু :
তোমরা কাছত না থাকলে সাহস পাম না গো কোতার __
বাচ্চা হতি মরি গেলে দেখে রাখেন, আনারুলক আর পুল্টু।
গ্রামত হামাক সবাই কালটি কয়, তোমরাই শুধু ভালোবাসেন মোক :
মুই বলে চোখি দেখোম না, কানি করি গালি দেয় __গ্রামের সবাই,
সবাই যন্ত্রণা দিসে, গালি দিসে, বাসে নাই ভালো গ্রামের লোক __
মুই যদি মরি যাম, সবাইরে কইবেন, মাফ করে যেন, খোদার দোহাই।
কামলা খাটিয়া গামছা বাধিয়া কিনি আনিছেন চাল, এক পোয়া ডাল ;
ধান বানি মুই, মাইনষ্যের বাড়িত আনিছম খুঁদকুঁড়ো একসের __
এ্যাই করিয়া সংসার করিনু, ধরিনু সংসারের হাল, পালনু ছাল
মুই যদি মরি যাম__ আনারুলের বাপ গো ; বিয়ে করিবেন কি ফের !
মোক কেউ ভালো বাসে নাই__ এই গ্রামের ; তোমরায় শুধু বাসিছেন ;
কোনো দিন মরি গেলে মাফ কইর্যা দেন মোরে,ওগো পেরিও রমজান।
২৮.০৭.২০১৩
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভালো লাগলো ! +
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ভালো হয়েছে