| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তোমাকে পেয়ে বুঝলাম, পাওয়াতেই তুমি শেষ না
তুমি অন্য কিছু__ 
অন্যকিছু কে ধরতে গেলাম,
দেখি ফুটন্তফুলের ঘ্রাণ__
ঘ্রাণকে ধরতে গেলাম__দেখি ভূত
তুমি তাহলে ভূত ?
দূর থেকে কাছে ডাকে__ কাছে গেলে দূরে ঠেলে।
তোমাকে পেয়ে বুঝলাম_ মিছেয় খুঁজেছি বনান্তর
তুমি তো আমার ভেতরেই ছিলে,বোধে আর চেতনায় ;
মিছেয় অপেক্ষা গেলো, কত ধকল গেলো। 
তোমাকে পেয়ে বুঝলাম, তুমি হাওয়ার  তৈরী
তুমি আগুণের তেরী, তুমি তাহলে জ্বিন পরি
তুমি তো মানবী আমার !!
তবু তোমাকে পেলে মনে হয় আরও কোথায় যেন থাকো তুমি
তোমাকে পাবো অনিবার
তোমাকে পাবার পরও মনে হয় __পাইনি
তাহলে কী তুমি হে প্রিয়তমা ?
২৯.০৭.২০১৩
২| 
২৯ শে জুলাই, ২০১৩  দুপুর ২:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: 
জুলাই মাসে ৮০টা পোস্ট! 
 
বস স্যালুট নেন।
আমি আমার পুরো ব্লগ জীবনে ৭০টা পোস্টও দিতে পারিনি... :!> 
আমার কী হবে...!
৩| 
২৯ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:০৭
হৃদয় রিয়াজ বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন: 
জুলাই মাসে ৮০টা পোস্ট! 
 
বস স্যালুট নেন।
আমি আমার পুরো ব্লগ জীবনে ৭০টা পোস্টও দিতে পারিনি... :`> 
আমার কী হবে...
হা হা হা। সহমত  
 
পোস্ট ভাল লাগল ++++
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই ভুত পরী। মানবী হলেতো ছুটে চলে আসার কথা দূরে যাবে কেন?