![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
অন্ধকারের গভীরে নির্জনে, নির্জন অরণ্যের ভিতর
________________________________
ঢাকনা খুললেই ম ম করে চারপাশ__মনে হয় বসন্ত সত্যি এসে গেছে
তুমি কাপড় পাল্টালে মনে হয়_ কী যেন হাতের মুঠো থেকে ফসকে গেলো
তুমি চোখে চোখ মেলালে মনে হয়__আজ কী যেন দেবে আমায়__চিংগাম না চকলেট ?
না দেবে কর্ষণের উপযোগী এক উর্বর ভূমি ?
আমাকে তুমি যাই ভাবো__ আজকাল তোমার শরীর__আর শরীরের ভাঁজ মনে করা ছাড়া আমার
আর কোনো কাজের কথা মনে পড়েনা।
আমি কোমড় বেঁধে গবেষণার হাইপোথিসিসটার খসড়া চিত্র আকঁলাম__
তোমার চোখে চোখ পড়ার সাথে__কিংবা নিটোল বুকে দৃষ্টি পড়ার সাথে গবেষণার সব মাটি হয়ে যায় ;
মনে হয়__তুমি এখন একমাত্র অধ্যয়ন, তোমাকে পাঠ করতে পারলেই আনন্দ,
তোমার গভীরে ডুবে যেতে পারলেই আবহমান একঝাঁক রঙিন মাছ।
ইদানিং দর্জি হতে ইচ্ছে করে__তাহলে তোমার বুকের মাপের কোনো কমতি হবেনা__কিংবা বেশি
ইদানিং পাতাল রেলে ট্রেন চালাতে বেশ মজাই লাগে__মনে হয়,
অন্ধকারের গভীরে নির্জনে, নির্জন অরণ্যের ভিতর দিয়ে ভ্রমণের আনন্দই আলাদা,
ইদানিং তোমার দুঠোঁটের ভাঁজে যে রাঙা গোধুনি নামে__তাই থেকে পুলকের রস নির্গত হয়।
এভাবে তোমার শরীর, শরীরের ভাজ, নিতত্ব, স্তন, স্তানাগ্ন, আর চিবুকের সৌন্দর্য প্রাণে প্রাচুর্য আনে আমার।
এই মধ্যবয়সে তোমার শরীর ছাড়া আমি কিছু দেখিনা।.........
২২.০৯.২০১৩
©somewhere in net ltd.