![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কিংবা পাল্টাবে মুখোশ, তবু তোমাকেই ভালোবাসি,
শাফিক আফতাব...............
জানি, আগুনে হাত পুড়ে যায়__তবু আগুন নিয়ে খেলেছি
জানি তুমি কষ্ট দেবে__তবু ভালোবেসেছি।
জানি মানুষগুলোয় সেরা শয়তান__তবু তাদের সাথে পেতেছি মিতালী
জানি এই আদম সন্তান বিদেশে পারবেনা পাঠাতে__তবু ডীডহীন টাকা দিয়েছি।
জানি যাকে আজ সন্তানের মতোন প্রতিপালন করলাম
সেই একদিন আমার কাল হবে__তবু তাকে আমি পিতৃত্ব দিয়েছি
জানি এই আগুন্তক অতিথি সংগোপেণে হাতড়াবে আমার নথিপত্র__কিংবা পাচার করবেন গোপণ তথ্যপ্রমাণ
তবু তাকে আমি আতিথেয়তায় ঋদ্ধ করেছি।
জানি তুমিও চিরদিন পাশে রবে না
তোমার যে ভালোবাসা, তা ভোরের শিশিরের মতোন, কিংবা মৌসুমী বাতাস__
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাও ফিকে হবে, কিংবা তুমি পাল্টাবে মুখোশ
তবু আমি তোমাকেই ভালোবাসি,
আমি জানি, আমার এই আজকের সঞ্চয় সব ভাগাড়ের স্তপ হবে
তবু আমি কাজ করে চলেছি__পাঠমগ্ন একজন মেধাবী ছাত্র।
২৩..০৯.২০১৩
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯
শাহরিয়ার নীল বলেছেন: জানি অথহীন সবি তবুও অর্থ খুজি