![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
চোখ বুজে এলো আমাদের প্রেমের সুবাসের ধুঁয়ায়
যখন গভীরে যাই__মনে হয় পুথিবীর তল পাওয়া দুষ্কর
যখন উপরে উঠি__মনে হয় সবকিছু বাতাসের কারুকাজ।
যখন তুমি চোখে চোখ রাখো__মনে হয় পৃথিবীটা সত্যি সুন্দর
যখন কাছে থাকো, আহা ! কত সুন্দর ফুরফুরে মেজাজ।
যখন খুলে ধরো বুকের পাঠ
মনে হয় পবিত্র এক গ্রন্থের পুষ্ঠা উল্টালে তুমি
তোমাকে অধ্যয়ন মাত্র সুশোভিত হলো শুন্যমাঠ
অমনি স্বর্গের স্বাদ পেলাম__তোমাকে চুমি।
কামনাঘ্রাণস্নাত সুবাসে মদির হতে থাকলো রাত
তুমিও উন্মাদ হতে থাকলে যেন অকস্মাৎ
বিনাতারে বেঁধে চালান করে দিলে __যেন স্বর্গলোকের দুয়ার
তোমার সাথে খেলা চললো পাশা আর জুয়ার।
আঁধার ঢেলে দিলো আমাদের, আমরা সন্তর্পণে ঢুকলাম এক প্রাচীন গুহায়
চোখ বুজে এলো আমাদের প্রেমের সুবাসের ধুঁয়ায়।
২৩.০৯.২০১৩
©somewhere in net ltd.