![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
স্বগতসংলাপ
শাফিক আফতাব.................
সমস্তজীবন যারে দেবি ভেবে পবিত্র রেখেছি প্রনমিত হাত__
রাতের গভীরে দেখি, চড়া দামে তিনি খুলে দিয়েছেন তার পবিত্র প্রপাত।
সারাটি জীবন শ্রদ্ধায় সম্মানে আর হৃদ্যতায় যারে করেছি প্রনাম
সেই দেখি চোরের মাল ভাঙে__আর দেশজোড়া তুমুল সুনাম।
যারে আমি ভালোবেসে একদিন দিয়েছি__ শিশিরস্নাত একটি গোলাপ
সেই দেখি এখন ভীষণ শত্রু__ সেই বিষধর কেউটে জাত সাপ।
দুর্দিনে যারে অন্ন দিয়ে, আশ্রয় দিয়ে, দেখিয়েছি জীবনের সুপথ
সেই আমাকে খায়েল করতে, 'আল্লাহ কীড়া', করেছে শপথ।
আমি আজ তাই মানুষ চিনিনা, মানবতা বুঝিনা __বুঝি শুধু নির্জনতা
কোনো কথা নেই, কোনো ব্যথা নেই, কিংবা চোখলখুরি__ভীষণ নীরবতা।
কোথাও আজ যাইনা__কারো কিছু খাইনা__ উপকারে আসিনা কারো
কেউ মারতে উদ্যত হলে পিঠ এগুই__যত পারো ভাই মারো।
মানুষ যদি সৃষ্টি সেরা হয়, তবে কেনো ভাই শয়তানের সুহৃদ
যারে আপনি অন্ন দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, সে কেনো কাটিবে সিঁধ?
২৪.০৯.২০১৩
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই নাকি ? ধন্যবাদ
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
খাটাস বলেছেন: আরে এটাও দেখি গেন্দু মিয়াস বুলক.।।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: কোনো সমস্যা নাকি ভাইজান
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাই।