![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দহনজাত
হারানো প্রেমের উতলা মনের বেদনার মতোন কিছু কষ্ট জেগে উঠলো আজ সকালে
তোমাকে গভীর করে মনে হলো__মনে হলো এই শীত শীত দিনের ভীড়ে বিহবলে
আমাকে প্রীতি দিয়েছিলে__একান্ত নিবিড় করে তোমার অর্ন্তগত সৌন্দর্য থেকে দিয়েছিলে
এক মোহন উৎসবের আনন্দ__আজ ধুয়ে মুছে গেছে জীবন দহন আর যাঁতাকলে।
তোমাকে পেয়েই প্রকৃতির অপরূপ রূপে নিজেরে মিশিয়ে দিয়েছিলাম
মানুসগুলো স্বার্থের জন্য উদরের ভাইকে হত্যা করতো, বন্ধুর সাথে করতো প্রতারণা
মানুষ বৈষয়িক হবার জন্য শুধু কাজ করে যেতো__আর আমি তোমাকে পেয়ে অবিরাম
এক নীল অনুভবে হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দামে উড়েছি__মনেতে ছিলো তানা না তানা না।
শিক্ষা আর অর্থ সমান উচ্চতায় বাড়িনি বলে তোমার সাথে তাল মেলাতে পারিনি
ফলত তোমার থেকে ফিরে আসতে হয়__তুমি শিক্ষা অর্থ আর আভিজাত্যের কাছে নিজকে
হারিয়ে ফেললে___অথচ হেরে যাওয়া মানুষের মতোন আমি
গুটিয়েঁ নিয়ে বাস করতে থাকলাম এই শহরে নিঃসঙ্গ প্রাণী এক__নিউ সার্কাস লেকে।
দিনগুলো কেটে যায়__কেটে গেছে অনেক দিন__প্রকৃতির ভীড়ে ভেসে উঠে তোমার জলছাপ
এই যে আজে হারানো প্রেমের ঘ্রাণের মতোন হৃদয় থেকে উৎরারিত হচেছ মধুর বিলাপ !!
২৬.০৯.২০১৩
©somewhere in net ltd.