![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম
তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ
প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পবিত্র মনে হচ্ছে__
লিফ্ট থেকে বের হওয়া এক নির্জন মানবীর দৃশ্যের মতোন মনে হচ্ছে।
রাতের আঁধারে আলগোছে বস্ত্রাবরণ খুললে যে শাঁস বেরিয়ে আসে
তার উষ্ণতার মতোন মনে হচ্ছে আজকের সকাল__
কিংবা বুকের ঢাকি উল্টোলে বেরিয়ে আসে যে ফুটফুটে হাঁস
সে হাসের তৈ তৈ নিষ্পাপ শব্দের মতোন মনে হচ্ছে আজকের সকাল।
নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম
সেই অভ্যর্থনার মতোন বেশ আতিথেয়তার পরশ পাচ্ছি আজকের সকালে।
শীতের ভাঁপা পিঠার মতোন তোমার শরীর থেকে ক্রমাগত বেরুচ্ছে উষ্ণ ঘ্রাণ
আজকের এই অক্টোবরের সকালে অাচমকা কেনো জানি জেগে উঠলো প্রাণ।
০২.১০.২০১৩
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: আরেক কবি আপনি। খুব ভালো হয়েছে
২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটা ভালো লেগেছে!!
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই
আমি কিন্তু ভালো করে লিখি নাই
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন।
সিলেক্টেড পেজ এ আপনার পোস্ট দেখে ভাল্লাগলো ||
০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমি সাধারণত নির্বাচিত পোস্ট দেখিনা। কারণ আমার যোগ্যতা আমি জানি। আপনার তথ্য মোতাবেক দেখলাম। সত্যি সিলেক্টেট পোস্টে আমার লেখা। একটি নয় দুইটি। মনে হলো কর্তৃপক্ষ হয়তো ভুলে এক কাজটি করেছে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শীতের ভাঁপা পিঠার মতোন তোমার শরীর থেকে ক্রমাগত
বেরুচ্ছে উষ্ণ ঘ্রাণ...
উষ্ণতা ছড়িয়ে পড়ুক, প্রাণের নির্জন কুঠিতে...
উষ্ণতা ছড়িয়ে পড়ুক, কম্পিত ওষ্ঠ- মুঠিতে...