![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
লঙ্কাশহর
মুখ থুবড়ে পড়েছে স্বপ্নের মুখ__তবু আলোর আশায় নগরীর পথে পড়ে থাকে মানুষ__
নদীরভাঙনে কেউ__কেউ দারিদ্র্যের করাল থাবার কবলে পড়ে এসেছে এই শহরে
কেউ আবার উচ্চতর ডিগ্রি নিয়ে__কেউ সরকারী কোনো লাইসেন্সের ক্ষমতায়__
সবাই লুফে খায় নগরীর শরীর__রিকসার গ্যারেজে ঘুপসিতে যেভাবে বেশ্যারে
লুফায় বহুুদিনের সঙ্গমহীন মদারু মানুষ। যেভাবে ঢেলে দেয় জরায়ূতে জঙ্ঘায়
তপ্ত থমথমে জল__অবিকল মানুষ এই নগর চেটে চুটে খায়__কারো নেই হুষ।
কী আর থাকে__নগরে, ক্রমাগত চোষ্যে, লেহনে, __ভূমিদস্যুদের দৌরাত্ম :
ক্ষমতাপ্রাপ্তদের শানিতকলমের ডগার আঁচড়__যেন হায়েনার পাশবিকতার জখম__
যেন জীর্ণ কঙ্কালসার নারীর উপরে উঠি ক্রমাগত মেলছে কামনার পেখম
যেন ক্রমাগত করেই চলেছে ঘাত__আঘাত, ভাংচুর, আর ঘাই এবং ক্ষত__
কী আর থাকবে শহরের, ? এখন আছে এখানে শিক্ষিত বাটপারের শানিত কলমের
ঘাই__শাঁই শাঁই __দালান, চোরডাকাতের উৎপাত__আর আঁচড় দানবের।
তবু আমরা এই শহরের থাকি__অমানবিকতার ভীড়ে দানবের ভীত লঙ্কায়
আশা নেই_ভাষা নেই__ভরসা নেই __ভালোবাসা নেই__মরিবাঁচি শঙ্কায়।
০৬.১০.২০১৩
©somewhere in net ltd.