![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
বাউলময়
মন পুড়েছে কার্তিকের আকালে__চৈত্রের নিদানে__
কী আর দেবে আমায় বর্ষায়, নীপপুস্পের ঘ্রাণে ;
তারচ বরং বিরহেই কাটাই শ্রাবণের রিমিঝিমি রাত__
শূন্য হোক পরিপূর্ণতা__ভরে থাক শরত-প্রভাত।
কত করে বলেছি তোমায়, সময়ে সাধন হয়__
অসময়ের দশফোড়েঁ নড়েনা বৃক্ষের পত্রপল্লব ;
অসময়ে বয়ে যায় যে দুষিত মলয়__
তাতে থাকেনা জীবনের উৎসব।
নিদানের দিনে আসেনি দুমুঠোভাত__একটু ডাল__
এখন ভরে দেবে বলে কুলোয় ধরেছো তোমার সঞ্চয় ;
অসময়ে তুমি এখন পাকাচ্ছো কাঁঠাল আর তাল__
অনুর্বরতায় এখন তা অপচয় নিশ্চয়।
খুলে ধরেছো__পুলকিত প্রপাত, নগ্ন বৃক্ষের পত্র__
আহা ! আমি যে আর তোমাকে ভালোবাসিনা একছত্র।
০৬.১০.২০১৩
©somewhere in net ltd.