![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
প্রাপ্তবয়স্ক ভাবনা
নিষ্পলক চেয়ে থাকো__বিপণিবিতানের মূর্তি মনে হয় ___
কিংবা ভাস্কর্য মনে হয় কখনো__যখন আবার রঙিন টিস্যুর ঘ্রাণ বেরুয় রুমাল থেকে,
কিংবা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে মেয়েলীসুবাস ;
__রক্তে স্পন্দন আসে আমার।
এখন আমি তোমাকে প্রায়শ বিদেশী সাবানের ফেনাময় আবিস্কার করি চৌবাচ্চায়
কিংবা ঝর্নার জলে গা ভাসিয়ে দিয়েছো__ভেজা কাপড়ে,
কিংবা বুকের ব্রা খুলে শীতের রোদে তা নিচ্ছো__এই নগ্নভাবনা আমাকে প্রায়শ পুলকিত করে এখন__
অথচ এই কয়েকটি আগে__উপদ্রুত উপকূলে তাকালে লজ্জা হতো__এখন হয় না।
শুধু মনে হয় কী সুন্দর দৃশ্য তোমার__ কাশফুল নদীতীর তোমার চুল,
বাঁকা চাদেঁর মতোন চোখ, কাস্তের মতোন বাঁকা ভ্রু, বর্শার তীরের মতোন লাস্য,
কী নিটোল স্তন, স্তনের গায়ে পুলকিত স্পর্শ, স্পর্শের শরীর ছুয়েঁ চুঁয়ে পড়ে সুরার শিশির,
আবার জঙ্ঘার ভিতরে অমরার শান্তির ঈষৎ অবলোকন।
এইসব প্রাপ্ত বয়স্ক ভাবনা অবিরাম ঘুরপাক খায়__আর তোমাকে চিত্রকল্পে শুধু
পাবেলা পিকাশোর চিত্রকর্ম আবিস্কার করি।আলোকসজ্জায় মতোন তুমি ছায়াবাজি খেলো।
কল্পনায় বস্ত্র পড়ালাম__চোখের দৃষ্টির ঝাপটায় হরণ হলো__আর তোমার
ভেতর আমি কলকল করে বইয়ে যেতে থাকলাম।.............আবহমান ট্রেনের কামরায়.......
০৮.১০.২০১৩
©somewhere in net ltd.