![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ঘুণেপোকা সমাচার
দিন ফুরিয়ে গেছে__তুমি আমি বুড়িয়ে গেছি__বাতাসে নেই আর উদ্দামতা__
ভাবনার ভীড়ে দিন যায় আজ__কেমন পাংশুটে হয়ে গেছে আমাদের কবিতা।
কত কত দিন, কত কত বিকেল, আর বর্ষার ঝমঝম বৃষ্টির দিন ;
তোমার আমার অবগাহন, পুলকিত অনুক্ষণ, সাদাকালো দিন তবু কত রঙিন।
গল্পে কবিতায় আদিম ভাষায় ব্যঞ্জনায় খঞ্জনার মতোন নেচেছিলে তুমি__
স্বর্গের চেয়ে বড় সুন্দর আর মনোহর মনে হয়েছিলো এই মম বঙ্গভূমি।
খাটিঁ বাঙালি ভালোবাসায় অভিবাদন দিয়েছিলে, দিয়েছি হৃদয়ের উত্তাপ ;
কে ছিলো, কে সেই হিসাবরক্ষক ? করবে তোমার ভালোবাসার পরিমাপ।
'সংসার সমরঙ্গনে দুঃখ তরঙ্গের খেলা' ভেলা ভাসে তাই কালের স্রোতে__
আশা নেই আজ, ভালোবাসা নেই, বেঁচে আছি তাই কোনোমতে।
দিন যায়, ক্ষণ যায়, তুমি আমি ক্রমশ হতে থাকি পোড়া ভূমির ছাই __
সুরে গানে আর কথা বলেনা আমাদের সেই মধুর গীতালি সানাই।
দিন ফুরিয়ে যায়__আমার ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যাই, হই ঘুণে পোকাড় ভোজ্য
চেতনায় জমা হয় কিছু স্বর, কিছু ব্যঞ্জনা, আমরা একেবারেই পরিত্যজ্য।
০৯.১০.২০১৩
©somewhere in net ltd.