![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
হেমন্ত-বসন্ত
হেমন্ত আমার বসন্ত__কেনো না হেমন্তে তুমি মন দিয়েছিলে
হেমন্ত আসতে দেখে তাই অজস্র ফুলের সুবাসে ভরপুর মন
ঐ যে বলছিলে অনার্য ভাষায় হেলে পড়া বিকেলে
রূপকথাকাহিনীর রাজকন্যার নরম মধুর কথোপকথন !
হেমন্ত আসলে আমি ফুটি উঠি যেন আটিঁয়া কলার থোর
ভুরভরে মাটি হই, হই বহুদিন পর কাছে পাওয়া প্রোষিতভর্তৃকা
আনন্দে আটখান হই__অজস্র পুলক মনের ভিতর
আচমকাই হয়ে যাই সুরার আর সুধার গন্ধ মাখা।
হেমন্তেই দিয়েছিলে মন__আর মিলন কৃত্য এই হেমন্তের হিমরাতে
স্মৃতির স্পর্শে হেমন্ত তাই মধুযামিনীর এক স্মরণীয় রাত
ঐ সেদিন তুমি ভেসেছিলে আহমান এক ঝরঝর প্রপাতে
জীবনে সেদিন নেমেছিলো ধবধবে এক শুভ্র প্রভাত।
হেমন্ত এলে তুমি আসো__ভালোবাসো__হুরপরী মোর
প্রকৃতির অপরূপ রূপে আমিও ফুটে ফুটে হই কত মনোহর।
০৯.১০.২০১৩
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ বোকামন।শুভ কামনা রইলো
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হেমন্ত এলে তুমি আসো__ভালোবাসো__হুরপরী মোর
প্রকৃতির অপরূপ রূপে আমিও ফুটে ফুটে হই কত মনোহর।'',,,,,,,,,,,,,,চমৎকার একটি কবিতা
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: লাইলী আরজুমান ধন্যবাদ।কষ্ট করে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১
বোকামন বলেছেন:
সুন্দর কবিতা ।