![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
হেসে হেসে তাহাদের সালাম ঢুকি
শাফিক আফতাব...............
আমার কেহ নেই__তবু মনে হয় কে যেন আছে__পাছে পাছে ছায়ার মতোন কে যেন
ভালোবাসে আমায়__
যদিও মনে হয়__কারো সাথে সুসম্পর্ক গড়ে ওঠেনি আমার
ছোটবেলায় স্কুলটিচারের দুটি ছেলের সাথে বন্ধুত্ব ছিলো__
একটি আমার সাথে পাল্লা দিয়ে রোল এক করতে না পারায় কেটে পড়লো
আর একটি ছিলো মলবির ছেলে__গুপ্তচরবৃত্তি করার অপরাধে আমি তাকে বন্ধুর লিস্ট থেকে তালাক দেই,
সেই থেকে কোনো বন্ধু গড়াতে পারিনি আমি
তবে ভালো জানার লোকের সংখ্যা নেহাতই কম নয় আবার
ফকির মিসকিনের দেশে অনেকের সাথে বন্ধুত্ব আছে আমার__বাসে ট্রেনে ট্রাকে আমি
দুএক টাকা করে বহুত দান করেছি__সেই সব দানখয়রাত গ্রহণ করা নিরন্ন মানুষগুলো আমাকে ভালো জানে
আর কেউ জানে না
কারো সাথে আমার সুনামের যুদ্ধ, কারো সাথে অর্থবিত্তের দ্বন্দ্ব
কারো সাথে পাণ্ডিত্যের, কারো সাথে বুদ্ধির, কারো সাথে আবার জমির দাগখতিয়ানের।
সর্বশেষে এক সুন্দবী বউ বিয়ে করে ঘরে তোলা অপরাধে গ্রামবাসি ঈর্ষার চোখে দেখা শুরু করলো
শহর থেকে বাড়িতে গিয়ে যদি বলি, আমি রিকসার গ্যারেজের ম্যানেজারি করি__কায়মনবাক্যে সবাই স্বীকার করে
মজা করে আনন্দ পাবে, আর যদি বলি, এই সালে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে আমি উচ্চতর ডিগ্রি পেয়েছি
তবে তাদের মনটা ভিষন খারাপ হয়ে যায়।
আমি তাই এখন বাড়ি গেলে পুরোনা ছেঁড়া শার্ট পড়ি, বামির্জ রাবারের জুতা পড়ি,
নাপিতের ব্যাগ কাধে রাস্তা হাটিঁ__মানুষ আমার নিদারুণ নিদান দেখে, বেশ মজা পায়, আমি খিলখিল করে
হেসে হেসে তাহাদের সালাম ঢুকি।............
কেউ ভালোবাসে না আমায়, তবু কেনো যেন মনে হয়__কে যেন আমাকে ভালোবাসে, অলক্ষ্যে .......দৃশ্যহীন....
১০.১০.২০১৩
©somewhere in net ltd.