![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
লোকালয় থেকে দূরে থাকি
শাফিক আফতাব...............
কুকুরের মতোন তাড়া খাবার ভয়ে আমি কারো কাছে হাত পাতিনা__
এমনকি চুরুট জ্বালাবার ম্যাচটিও চাইনা কারো কাছে।
বাল্যবন্ধু সামচুলের মা দুচিমটি লবণও ধার করেন নি জীবনে একদিন কারো কাছে ;
আমি এখন প্রায়শ সেই সামচুলের মা হয়ে যাই।
গলাধাক্কার ভয়ে আমি উচু স্বরে কথাও বলিনা কোথাও___
সিটিবাসে নির্ধারিতসিটের কোয়াটার অংশ পেলেও আমি কিছুই বলিনা__
আমি জেনেও কোন একটি বিষয়কে না বোঝার ভাণ করি,
কেনো না এখন পণ্ডিত মানুষের সংখ্যা এদেশ অজস্র।
ঠিক উত্তর দিতে গিয়ে__ না জানা লোকের সংখ্যায় লঘু হয়ে ফের নিজকেই বোকা হতে হয়।
ফলত আমি কিছু জানি না__বুঝিনা কিছু__ বোকা বোকা থাকি।
নির্জনে বাস করি__আচমকা কেউ এলে হাসিমুখে একগাল ভদ্রতা সেরে খিলি পানে বিদায় দেই__
কেনো না ডালভাতে আবার বিপদের সমূহ সম্ভাবনা__
নুনের মাত্রা, তেলের পরিমাণ, বউয়ের পাক ভালো হবার না হবার ব্যাপার স্যাপার,
পরে আবার দশগ্রাম রাস্ট্র হবার সম্ভাবনা__
ফলত লোকালয় থেকে দূরে থাকি__তবু কিছু কুকুর মানুষ আমারে পিছু পিছু ভুকতে ভুকতে আসে
পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়__তবু আমি মানুষের ফাঁদে পড়ি...........মানুষগুলো তবু আমাকে
ঘৃণা করে__আমার নামের পরে কালিমা লাগায়.........
১০.১০.২০১৩
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: প্লাস আমি পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মন খারাপ, কবি
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: স্বর্ণা মন ঠিক আছে
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২
অনুপম অনুষঙ্গ বলেছেন: কেনো দিদি, কী হয়েছে ?
৪| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
শাহরিয়ার নীল বলেছেন: অভিমান
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১
অনুপম অনুষঙ্গ বলেছেন: অভিমান না সত্য ভাই
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
শাহরিয়ার নীল বলেছেন: অভিমান
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১
অনুপম অনুষঙ্গ বলেছেন: সত্য
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪
আমি সাজিদ বলেছেন: এটা অসাধারণ।
খুব ভালো লেগেছে।সামুতে প্লাস দিতে সমস্যা হচ্ছে।