![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
নিত্যতার পাঁচালি
শাফিক আফতাব..............
কিছুই থাকেনা আমার অবশেষে পোষা কুকুরটিও গত শীতে মারা গেলো।
নিয়তীর বিরুদ্ধে যুদ্ধ করে করে নাস্তানাবুদ হয়ে গেলাম
পাঁজরের খুঁটিতে থাকা বলসকল সব লুফে নিয়েছে বহমান কাল
আপনজনবা একে একে বাদ পড়তে থাকে__গুলিতে বিদ্ধমৃত যুদ্ধপ্রাঙ্গনের মতোন
কিংবা শিকারী পাখী যেমন পাখা ঝাপটিয়ে তরতর করে মরে যায় চোখের সামনে__
অবিকল মানুষগুলো হারিয়ে গেলো।
ভালোবেসে যাকে কাছে নিয়েছি টেনে
যাদুকরের হাতের মুঠোয় সে ডিম থেকে আস্ত একটা ভয়ঙ্কর জীব হয়ে গেলো
যাকে আপন ভেবে কাছে টেনে নিলাম__বিশ্বাসঘাতকের অভিনয়ে সে জাতীয় পুরস্কার পেলো
যাকে আ্শ্রয় দিলাম__মানবিক ফুল ফোটাতে__সে রাতারাতি গোয়েন্দা হয়ে গেলো
আমি আনত চোখে যাকে সালাম ঠুকলাম, জানালাম বিনম্র শ্রদ্ধা__
সেই লম্পট আর মাগিদের সর্দার হয়ে গেলো
আমি হুজুর ভেবে যার কাছে তালিম নিতে গেলাম ইসলামের__তারি দেখি ভুল উচ্চারণ,
অবশেষে আমি ঘরফিরে নির্জনে নির্বাসনে বাস করতে থাকলাম
পোষা কুকুরটি শত্রু দেখলে ভেউ ভেই করতো__
গত শীতে সেও মারা গেলো__
পথ খুঁজে পাই না__ দীর্ঘজটের ভীড়ে আজকাল ঈশ্বরের ট্রেনে গা ভাসাই
শাঁই শাঁই করে কোন যেন অজানা লোকে হারাই।
১১.১০.২০১৩
©somewhere in net ltd.