![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
বান্দর-মানুষ
শাফিক আফতাব.............
শুনেছি, মানুষ গোলচাদেঁর রাতে সাতঘড়া ধন পায়__কষ্টিপাথর পায়
আবার বাংলা ছবিতে দেখি__লটারীতে পায় লক্ষ লক্ষ টাকা
কিংবা কোনো এক বিখ্যাত লোকের সঙ্গে হঠাৎ হয়ে গেলো পরিচয়
বাড়ি গাড়ি হয়ে গেলো, সুখস্বাচ্ছন্দ হলো রাজার দুহিতা হলো নায়িকা।
আমার শুধু বান্দর মানুষের সাথে পরিচয় হয়__প্রতারণা করে
আর পাতে বর্জ্য পরিত্যাগ করে ভোরবেলা পালায় আলো ফোটার আগে
কিংবা বালিশের তল থেকে চুরি করে টাকা নয়তো, রাগে
আটখান হয়, অপমান করে, যাকে আমি আশ্রয় দিয়েছি বাড়ির ভেতরে।
শুনেছি জ্বীন আর পরীর সাথে থাকে কারো হৃদ্যতা
সাতসমুদ্র আর তেরনদীর ওপার থেকে সে নিয়ে আসে মিষ্টি আর ফল
কেউ আবার আঙুল ফুলে কলাগাছ হয়ে, কেউ একটি কবিতা
লিখে বিখ্যাত হয়__কেউ রাজার তোষামুদে হয়ে নিত্য খায় রঙিন জল।
যাদুর গুঁটি শুধু আমার ভাগ্যটারে নাড়াতে পারলোনা, কিছু দিলোনা__
বান্দর মানুষের সাথে শুধু আমার করে দিলো লেনাদেনা।
১২.১০.২০১৩
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকে ধন্যবাদের ভাষা নেই। পরে এক সময় অনেকগুলো কথা বলে শুভ কামনা স্যালুট শ্রদ্ধা দেবো।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আফতাব ভাই,
এর আগে আপনার পোস্টে একটা কমেন্ট করেছিলাম, কী কারণে সেটা পাবলিশ হয় নি। আবার লিখতে বসলাম এবং এ পোস্টটা উত্তম জায়গা মনে হলো।
প্রথমেই আপনার কবিতার ব্যাপারে বলি। আপনার কবিতা খুব সাবলীল এবং পরিণত। সুতরাং এ প্লাস পয়েন্ট টাকে আপনার কাজে লাগানো উচিত। প্রোফাইলে আপনার অনেকগুলো প্রকাশিত বইয়ের নাম দেখা যাচ্ছে, তার মানে অলরেডি আপনার মুখ প্রকাশভুবনে ছড়িয়ে গেছে। আপনার মতো ব্লগে আরো অনেকে আছেন যাঁদের এরকম ১০-১২টি বা আরও অধিক সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো, এত বই বের হবার পরও ব্লগে পড়ে থাকা কোন্ দুঃখে?
ব্লগ একটা মজার জায়গা। এখানে আপনার পরিচিতি বাড়িয়ে তোলার শ্রেষ্ঠ জায়গা। সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আর একটুখানি সংযতও হতে হবে। আপনাকে অপরাপর ব্লগারের সাথে ইন্টার-এ্যাক্টিভ হতে হবে। আপনি যদি অপর ১০ জন ব্লগারের পোস্ট নিয়মিত পড়েন, তাঁদের কেউ কেউ আপনার পোস্টেও আসবেন। এভাবে যত দিন যাবে, আপনার পরিচিতিও বাড়তে থাকবে। আপনার বয়স ব্লগে প্রায় ১০ মাসের মতো। এ বয়সে অনেক ব্লগার আরও অনেক বেশি পরিচিতি লাভ করেছেন।
আর যদি কবিতা লেখা চাপিয়ে না রাখতে পারেন, আই মিন, যদি প্রতিদিন ৮-১০টা কবিতা পোস্ট করতে চান, তাহলে প্রথমত ব্লগার তিক্তভাষী যা বলেছেন তা করতে পারেন, অথবা কবিতা পোস্ট করার সময় কেবল নিজের ব্লগেই পোস্ট করবেন, প্রথম পাতায় না পাঠিয়ে। প্রথম পাতায় এক দিনে এতোগুলো কবিতা বা পোস্ট পাবলিশ করাকে ফ্লাডিং বলা হয়, যা খুব খারাপ চোখে দেখা হয়, এবং এ দ্বারা নিজেকে হাস্যকরও করে ফেলছেন কিন্তু। আজ অক্টোবর মাসের সবে ১২ তারিখ, এরই মধ্যে আপনি ৫৯টি পোস্ট পাবলিশ করে ফেলেছেন- এটা কিন্তু কেবল হাস্যকরই নয়, রীতিমতো আপত্তিকরও, যা কর্তৃপক্ষের কাছে ফ্লাডিঙের দায়ে রিপোর্ট করার জন্য যথেষ্ট।
আমার সর্বশেষ উপদেশ হলো, প্লিজ ব্লগে কবিদের খুঁজে বের করুন, তাঁদের সাথে সখ্যতা গড়ে তুলুন- অবাক হবেন- এই ব্লগে অসংখ্য তুখোড় ও মেধাবী কবিদের উপস্থিতি দেখে, যা থেকে শিখবার আছে অনেক কিছু।
আশা করি আমার মতামতকে পজিটিভলি নিবেন।
শুভ কামনা আপনার জন্য।