![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আঁধারজলে মাছ শিকার
শাফিক আফতাব..................
অল্ধকারকে জল ভেবে মাছ শিকারে বেরিয়ে পড়ি__থমথমে জলের মতোন অন্ধকারগুলো
জমাট বাঁধে__আমি জলের গভীরে হাত ঢুকিয়ে দেই__হাতের মুঠোয় ধরা পড়ে কোমল মাছ
মাছের শরীর নরম আর স্পর্শের ঘ্রাণে ম ম করে মন__আমি দারুন অগোছালো
হয়ে যাই__এ্ই নিশিরাতে মাছের শিকারে ভাটিতে ডাকছে দেয়া, মেঘলা আকাশ।
আমি মাছের মুখে চুমো দেই__আর মাছ খলবল করে ওঠে__সমুদ্রের পেটের মতোন
উঠানামা করে__আমি সমুদ্রের তলে লতাগুল্মের ভেতরে পেয়ে যাই এক অলৌকিক ইঁদারা
জলমানবীর মতোন ভিতরে ঢুকে যাই, মহা আনন্দে তার ভিতরে করি অবগাহন
মাছের পেটের থেকে উঠে আসে সুবাস আর স্পর্শে চেতনায় জেগে ওঠে আমার শিরা উপশিরা।
রাতের আঁধার ঘন হয়ে আসে__আকাশের তারারা জ্বলে জ্বল ক্লান্ত হয়
মাছগুলো উজোতে থাকে উজানে, ভোরের স্নানে হয় আবার ধবধবে সুন্দর
হাতের মুঠো মুঠো আনন্দে নেমে আসে স্বর্গলোকের হুরপরীদের ছুঁইয়ে যাওয়া মলয়
রাতের আঁধারে ফুটে ফুটে আমি হয়ে পৃথিবীর সবচে মদির মধুর মনোহর।
আঁধারে প্রেয়সী আমার নগ্নসুন্দর হয়ে নেমে যায় আঁধার জলের গভীরে
জলমানব আমি এক__অতি সন্তর্পণে শিল্পের কারুকাজে সময় কাটাই আবহমান মাছ শিকারে।
১২.১০.২০১৩
©somewhere in net ltd.