নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নেপথ্যে

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

নেপথ্যে



তোমাকে দিতে চেয়েছিলাম, একটি ছনে ছাওয়া ঘর, একটি মোটা কাপড় আর মোটা ডাল,

মোটা ভাতের সাথে বথুয়া শাক আর ঝোপে জঙ্গলে জন্মা আবহমান বাংলার আনাজপাতি;

তোমাকে দিতে চেয়েছিলাম কাঁঠাল কাঠের পিড়িঁ, সাদাভাত, আম জাম আর পাকা তাল,

তোমাকে ভালোবেসে স্বর্গের স্বরূপ আনতে চেয়েছিলাম, ও আমার নন্দিনী ও আমার প্রতীতি।



তুমি ভালোবাসলে পোড়া ইট, পাথর, কৃত্রিম ফোয়ারা, শীতাতপনিয়ন্ত্রিত রুম, ফ্রিজের জল__

তুমি ভালোবাসলে ইংরেজি ঢং, দ্রুত লয়ের বাচনভঙ্গি, কাটপিস পরিধান, আর যন্ত্রকল ;

তুমি ভালোবাসলে চাইনিজ রেঁস্তরা, নাইটক্লাব, নীল লাল আলোর ভীড়ে নগ্ননৃত্যের কালচার,__

তুমি ভালোবাসলে উদার মেলামেশা, পাশা, পান : বেহায়া হয়ে গেলো নামে আধুনিকতার।



আমি দিতে চাইলাম বেলিফুল গাঁদা আর গোলাপের ঘ্রাণ,তুমি চাইলে বিদেশী সেন্টের বোতল ;

আমি শোনাতে চাইলাম আবহামান বাউল গান, আর তুমি অন করে দিল ইংরেজি মত্তবোল,

আমি দিতে চাইলাম দুবিঘা জমি, দুটো গাইগরু, একটি লাঙল আর স্নানের এক দীঘল দিঘি

তুমি চাইলে পুজিঁ, নিত্য তোড়া তোড়া টাকা রুজি, আমি ভাতের সাথ দিতে চাইলাম ঘি।



তোমাকে ভালোবেসে, ঘর বেঁধে, সোনায় সোহাগা হয়ে হাঁটতে চাইলাম অঘ্রাণের শীতার্ত মাঠ__

আমার কোনো কথা শুনলে না, পোড়া ইটের পাথরঘরে ঢুকে দিয়ে লাগিয়ে দিলে লোহার কপাট।

১৩.১০.২০১৩

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অসাধারণ!!!! এই কবিতাটার যদি প্রশংসা না করি তবে অন্যায় হবে। অসম্ভব সুন্দর লিখেছেন শাফিক ভাই!!!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

অনুপম অনুষঙ্গ বলেছেন: মোঃ খালিদ সাইফুল্লাহ্‌__ ধন্যবাদ আপনাকে। খুশি হলাম। আপনার উদারতায়। ভালো থাকবেন

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: শাফিক ভাই এই প্রশংসা আমার উদারতা নয় আপনার অর্জন! অনেক ভাল লেখার প্রশংসা করেছি, আমার দৃষ্টিতে ব্লগে যত ভাল লাগা লেখা আছে তাদের বেশীরভাগকেই অতিক্রম করে গেছে আপনার এই সুন্দর কবিতাটি!!! আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ দু-একটা লেখার অন্যতম আপনার এই লেখা!!!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

অনুপম অনুষঙ্গ বলেছেন: আমার বিরুদ্ধে ব্লগে অনেকে স্টাটাস দিচ্ছে। অভিযোগ আমি বেশী লেখা পোস্ট করি। বর্তমান সময়টা আমার এমন যাচ্ছে ক্ষোভে রাগে অভিমানে, দায়িত্ববোধ দেশের রাজনীতি অর্থনীতি আর ভদ্রমহোদয়গণের অভিনয় সব মিলেমিছে আমার চেতনা আমার উদ্বেলিত হয়। ফলত পারিনা আবেগ দমাতে। তাই লিখতে হয়। কবিতা থেকে সরে দাঁড়ারার জন্য সংকল্প করেছিলাম। কিন্ত পারিনি, তবে আগামী ১৪ সালে তা পারতেই হবে। গবেষণা আর উপন্যোসে হাত দেবো। ভালো থাকবেন। দেখা হবে, যোগাযোগ রাখবেন। একদিন কফির দাওয়াত থাকলো
০১৭১২২১৫০০৯

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ শাফিক ভাই। ইনশাআল্লাহ্‌ যোগাযোগ হবে। আপনার দাওয়াত সানন্দে, সাদরে গৃহীত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.