![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মা আর তুমি পাশাপাশি দু'নারী__
মায়ের কোল ছিলো প্রথম বিদ্যালয় আমার__তোমার দ্বিতীয়,
পৃথিবীর বস্তুজ্ঞান আর পরিচিতি আমার মায়ের কাছেই শিখি __
তুমি শেখালে ভালোবাসা আর নন্দনতত্ত্বের কঠিন সূত্রাবলি আর কী !
অধিক কর্মের ক্লান্তি নাশ করে দিলে__দিলে সারাব আর পানীয়।
দু'নারীই আমার চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখে__
একজন দেন অক্ষরজ্ঞান, স্নেহ, পরিপুষ্টতা, আর শুশ্রূষা __
আর একজন তুমি, __দাও__আশ্রয়, ছন্দ আর আর বৈশাখে
প্রথম বৃষ্টি,__আমি পেলব, জ্যান্ত আর কর্মকার, দাও আশা।
মূলত আমি তোমাকেই মা বলে ভুল করি__যন্ত্রযুগের ধকলে
আমি ক্লান্ত প্রাণ, তোমার কোলে মাথা এলাই যখন__মনে হয়
মা হয়ে তুমিই দিচ্ছো প্রেরণা প্রশান্তি আর আবহমানর নারীর অন্বয়
আমি তোমার আদর্শে কাজে বেরিয়ে পড়ি নরমরোদের সকালে।
মা আর তুমি পাশাপাশি দু'নারী__যেন চিরন্তন নারীর আদল
নারী তো নারী, শুশ্রূয়ায়, প্রেরণায় অভিন্ন, বাহিরে শুধু পালাবদল।
০৪.১১.২০১৩
©somewhere in net ltd.