![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দৈব
শাফিক আফতাব
প্রত্যহ পার্কের দিঘিতে রাজা ভাই সাপ খেলা দেখায়ে যেভাবে বেশি কথা বলে __
বিক্রি করতেন ঘায়ের মলম, তার কথার চৌম্বকাবেশে লোকসকল যেমন জমায়েত হতো
তাকে গোল করে ঘিরে ধরে__আমি তন্ময় হয়ে তাকে দেখতাম ছোটেবেলা, মনে জমতো
সাধ বড় হলে আমি যদি এমন সুন্দর করে কথা বলতে পারতাম__দৈববলে।
আমি বড় হয়ে রাজা ভাইয়ের মতোন কথা বলা শিখলাম__তবে পার্কের দিঘির তীরে না
কলেজের ডায়াসে দাঁড়িয়ে__লেকচার দিতে গিয়ে প্রায়শ বেশি কথা বলতে হয়__সেই কথা বলা থেকে
কথা বলার অভ্যেস হয়ে যায় আমার। বেশি বেশি কথা বলে দেখলাম__আমাকে
কেউ ভালো বলছেন না __বলে বাচাল, তারপর থেকে আমার মুখ দিয়ে লোকালয়ে কথা সরেনা।
এবার চুপ থাকি__নীরব পাহাড়ে মতোন, কিংবা বিপণীবিতানে সুশ্রী রমণী যেমন ঠায় দাড়িয়েঁ থাকে
ভাষাহীন__নতুন স্টাইলের লেটেস্ট পোশাকটি পড়ে__এবার মানুষগুলো আমাকে মোনাফেক আর গুন্তচর
বলতে থাকে। তারপর আমি মধ্যপন্থা অবলম্বন করে দেখলাম, তখন মানুষ বলে তোষামুদে অনুচর ।
এখন আমি কোথায় যাই__কী করি, পন্থা পাইনা কোনো, পড়েছি বলুন কী বিপাকে।
সমাজই আসলে বাসযোগ্য নয়__পা টিপে চললেও পিচলে যেতে হয়, কিছু না বললেও দেয়ালে কথা বলে __
মানুষগুলো আজ কেমন তুখোর সমালোচক, আপন বিদ্যের নেই বহর, অথচ সাঁতরায় অথই নীল জলে।
০৪.১১.২০১৩
©somewhere in net ltd.