![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
অন্তর্লোক
শাফিক আফতাব............
মৃত্তিকার চাক ঠেলে উঠে আসে পুলকের অঙ্কুর__আলোবাতাসের ভেতরে আসে,
অলস লোকের মতোন ব্যথা সারাবার জন্য গা টিপে টিপে চায় __
নরসুন্দর যে ভাবে টিপে টিপে সুন্দর করে মাথা দেহ__অমন হাতের চাপায়__
কিংবা ল্যাকোলিথ পর্বত অনেক গরম জ্বালা নিয়ে সে যেমন বসে ।
কী এক আজব ফল, আজব বাজিকরের খেলা চায় সে,
বাজিকর মনের আনন্দে আবার শিশুর মতোন লাটিম নিয় খেলে __
বাজিকরের যাদুস্পর্শে কী সুন্দর নান্দনিক হয় মাসে মাসে,
কী শান্ত ঘুমে থাকে, বৈশাখের মেঘের দুফোটা সুবাসিত জল পেলে।
কী হাওয়ার প্রাণ ! জ্বিনের মতোন দেহহীন পড়ে থাকে আমাদের আত্মায় __
'করি মানা কাম ছাড়েনা মদনে' __বলে লালন সাঁই রচনা করেন অমর গান
তারি ব্যঞ্জনায়__পুড়ে পুড়ে আমরা সাড়া হই__কোন অজানায়
যাই__সেই হাওয়ার প্রাণ এসে আজ লেগে থাকে দেহে__তার ব্যথা অফুরান।
দ্বাদশীর রাতে__মনের প্রাণে কত সুধা কত পুলক আর কত আদিম গান__
প্রেমের জলে ভেসে ভেসে আমরা করি নদীর জলে স্নান।
০৫.১১.২০১৩
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: কীভাবে ভাই?
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: অভিবাদন আপনাকে
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
বেঈমান আমি. বলেছেন: আপনি ব্লগের এক নাম্বার কবি ।