![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সময় চলে যায় বলে__সুখগুলো গুলো ফিকে হয়ে আসে,
শাফিক আফতাব...............
কী হবে এত স্বর্ণরৌপ্য দিয়ে___এত টাকা দিয়ে কী হবে,
কী হবে এই আশীসান ফ্লাটের বিলাসের অনুষঙ্গ দিয়ে,
কী হবে ব্যাংক ভর্তি পুঁজির পুজোয়__
সময় তো চলে গেছে__.........
সময় চলে যায় বলে__সুখগুলো গুলো ফিকে হয়ে আসে,
সময় চলে যায় বলে__ পুলকগুলো পানসে হয়ে আসে,
সময় চলে যায় বলে__ভালোবাসাগুলো মরাগাছের মতো মরে যায়,
সময় চলে যায় বলে__ভালোলাগাগুলো হয় লবনহীন ভাত।
এই যে তুমি এত ভালোবাসা নিয়ে এলে,
অসয় কোন গোলাঘরে রাখিব আমি __
এই যে তুমি প্রেমের অপরূপ পুতুল নিয়ে এলে__
আমি কী করে খেলবো__কী করে হবো অনুগামী।
তারচে বরং চলে যাও,
চলে গেলেই ভালো হবে__হয়তো।
বেদনার ভারে যে বেদনাফুল অঙ্কুরিত হয়েছে এই হৃদয়ের বাগে,
তারই ঘ্রাণই প্রোজ্বলিত থাক,
তোমার সাতরাজার ধন তুমি নিয়ে যাও মেয়ে
আগের মতোন তুমি আমাকে ঘৃণা করো।............
০৬.১১.২০১৩
©somewhere in net ltd.