![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মনে করে ছিড়েঁ যায় আমার পরান।
শাফিক আফতাব...............
আজ আর মনে নেই তোমাকে আমার
আজ আর মনে নেই কী দিয়েছিলে ?
কী দিয়েছিলে সেই গভীর নিশিথে !
তুমি আমি সেইদিন কত একাকার।
পলে পলে হাতে হাতে কত সুধা বিনিময়
তোমাতে আমাতে কত অন্বয় __
কত ভালোবাসা আর কত কাছে নিবিড়,
কত কত ছিলো সেই আলোকের ভীড়।
সময় চলে গেছে বলে কিছু আজ নাই,
মনেও করিনা আমি ভুলেও তাহা __
সেই নিশিতে তুমি দিয়েছিল যাহা :
আজ আমার প্রাণ যে ধানাই পানাই।
সবকিছু তলে গেছে কালের অতলে,
তুমিই আমাকে সেদিন ভালোবাসালে।
ভালোবাসা নেই আজ আছে ধূপের ধূলো,
পড়ে আছে তোমার এই শূন্য কুলো।
পড়ে অাছে তোমার সেই ভালোবাসার গান
মনে করে ছিড়েঁ যায় অজ আমার পরান।
০৮.১১.২০১৩
©somewhere in net ltd.