![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভালোবাসার মাদকে আমি যে নষ্ট হয়ে গেছি
শাফিক আফতাব.............
ঘুমোতে ঘুমোতে রাত কাবার হয়ে আসে__ঘুম আসেনা,
তোমাকে ভালোবাসতে বাসতে হৃদয় ধূম হয়ে আসে__তবু ভালোবাসা হয় না।
ভালোবাসা, সে মাদকাসক্ত আজ আমার কাছে !
যতবার ভালোবাসার কাছ থেকে আমি দূরে সরে গেছি,
ততবার ভালোবাসাই আমার পায়ে বেড়ি দিয়েছে ;
পুলিশের মতোন হাত কড়া পড়ে দিয়েছে আমায়__আমি আবার ভালোবাসার মাদকে
এ্যাডিক্টেড হয়ে পড়েছি।
এই শহরে নিজেই কতবার নিরাময় কেন্দ্রে গেলাম,
ভালোবাসার নেশা কাটিয়ে ওঠার জন্য,
নিজে নিজে নির্জনে কতবার কান ধরে উঠলাম আর বসলাম __
তবু ভালোবাসা আমাকে খাবলে খায়,
তবু কবিতার শব্দরা আমাকে ঘিরে ধরে,
তবু আবেগের আবেশে আমি তোমাকে ভালোবেসে ফেলি__
তবু কবিতা লিখে ফেলি।
তুমি কতবার খালি হাতে ফিরে দিয়েছো__
কতবার গালমন্দ করছো আমায়,
কতবার তুমি হুমকি দিয়েছিলে, থানা পুলিশের ভয় দিয়েছিলে
তবু সকল ভয় উপেক্ষা করে তোমাকে ভালোবেসে গেছি__তোমাকে কাছে ডেকে গেছি।
তোমার কাছ আনত হয়েছি।
তুমি যদি আন্তর্জাতিক আদালতে মামলা দাও
তোমাকে ভালোবাসার দায়ে যদি মৃত্যু দণ্ড হয় আমার, তবু তোমার ভালোবাসার থেকে একতিল
নড়তে পারবো আমি,
ভালোবাসার মাদকে আমি যে নষ্ট হয়ে গেছি,
এই হৃদয় থেকে ভালোবাসা উপড়ে নিলে আমি কী নিয়ে বাঁচবো বলো ? !!
০৯.১১.২০১৩
©somewhere in net ltd.