![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
গহীন জলের ভেতর খুঁজি প্রাক্তন মাছের বিচরণ
শাফিক আফতাব.................
ভালোবাসিয়াছে কেউ তোমাকে__যদি মনে করি, রক্ত পানি হয়ে আসে __
কেউ ভালোবাসে নাই তোমাকে__কিংবা তুমি, যদি মনে করি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়,
এক গাঢ় অনুভবে আমি বোদ্ধা এক পুরুষ হই,
হই পৃথিবীর সেরাসুখী মানুষ__সুবাসের উৎসবে চারপাশ ম ম করতে থাকে।
আমি তোমার চোখে চোখ রাখি, তোমার বুকে কান পেতে শুনি কলরব,
থার্মোমিটারে মাপি তাপমাত্রা__আমি তোমার শ্বাসের গন্ধ শুঁকি, অন্তর্গত সৌন্দর্য অনুপুঙ্খ ব্যবচ্ছেদ করি,
তোমার গভীরে যাই__গহীন জলের ভেতর খুঁজি প্রাক্তন মাছের বিচরণ __
কিছু বোঝা হয়ে ওঠেনা আমার, আমি এক অচেনা রহস্যলোকের দিকে ক্রমশ যেতে থাকি,
তোমাকে বড় রহস্যমানবী মনে হয়।
ভালোবাসা কেউ বাসিয়াছে কি-না ? সে তো বিশ্বাস, ঈশ্বরের অস্তিত্বের মতোন,
সমুদ্রের জলে মাছরাঙা ঝুপ করে পড়েছি কি__ ? সে তো এক বোকার ভাবনা
ফলত তোমাকে আমি আর ব্যবচ্ছেদ করি না__
তাই বাড়ে উদ্বেগ___এত রহস্যময় তাই ভালোবাসার মেঘ।
১০.১১.২০১৩
©somewhere in net ltd.