![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমার সবকিছু অন্যের হয়ে যায় > শাফিক আফতাব
আমার অনেক কিছু ছিলো__বাবার রেখে যাওয়া কয়েকবিঘা জমি ছিলো__
একটি দীর্ঘ দিঘি ছিলো,__শানবাঁধা পুকুরের পাড় ছিলো, ধারে সারি সারি বৃক্ষ ছিলো,
বৃক্ষের শাখায় ফল ছিলো, কিংবা ফুল__নয়তো গভীর ছায়া ছিলো।
আবাদি জমিতে সোনালী ধান ছিলো, গোয়ালঘরে কয়েকটি গরু ছিলো, দুধেল গাভী ছিলো
এইসব কিছু আমার ছিলো,__এখনো আমারই আছে
তবু কেনো এখন এগুলি আমার মনে হয় না
মনে হয় এগুলো দেখার দায়িত্ব আমার কদিনের, __ কেউ যেন এসে এগুলো লুটে নেবে।
আমার সমৃদ্ধ ইতিহাস আর আমার থাকেনা
আমার এতিহ্য আর আমার থাকেনা
আমি ক্রমশ সামনে কাতার থেকে মধ্য কাতারে আসি, মধ্য থেকে শেষের দিকে
আমার ভারসকল ওরা নিতে চায়, আমার ভাবনাগুলো ওরা নিতে চায়, কিংবা আমার সঞ্চয়সকল ওরা
নিতে চায়__এবং নেয়, নিয়ে আমারে শূন্য করে, কিংবা ভারহীন করে, আমি কখনো গর্ব করি
কখনো মনে হয় আমার সব খর্ব হলো__
আমার চোখে পানি আসে__আনন্দে কিংবা বির্সজনে__কিংবা হারানোর বেদনায়।
অবশেষে আমার আর কিছু থাকেনা, সব কিছু অন্যের হয়ে যায়___চাকরির মেয়াদ শেষে
ওরা আমাকে শ্রদ্ধাঞ্জলি দেয়, মানপত্র তুলে দেয় হাতে, আমি কেঁদে কেঁদে সারা হই
আমি শূন্য হই__
আমার সবকিছু অন্যের হয়ে যায়।
১২.১১.২০১৩
©somewhere in net ltd.