![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
খুব বেশি ভালোবেসেছিলে বলে__তোমাকে শুধু দুঃখ দিয়ে গেলাম/ শাফিক আফতাব
খুব বেশি ভালোবেসেছিলে বলে__তোমাকে শুধু দুঃখ দিয়ে গেলাম
খুব কাছে এসেছিলে বলে__তোমাকে শুধু ঘৃণাই করে গেলাম।
তুমি খুব করে চেয়েছিল বলে__আমি দূরে চলে গেছি
তুমি খুব কামনা করেছিলে বলে__অামি তোমাকে শুধু বেদনা দিয়েছি।
কতটা বছর কাটলো__পিছন ফিরে তাকাবার সময় নেই __
তোমাকে দেয়া দুঃখগুলো ফিরিয়ে নেওয়া উপায় নেই __
তোমাকে না বাসা ভালোবাসাগুলো বাসার সময় নেই __
তোমাকে না দেয়া গোলাপটি শুঁকে গেছে। না বলা কথা ফুরিয়ে গেছে।
আজ বড় দুঃখ হয়__এক জীবনে আর কতটুকুইবা চাওয়ার থাকে,
আর বজ বড় খেদ হয়__কেনো অহেতুক এত অভিমান করেছি,
আজ বড় অনুশোচনা জাগে__তোমাকে দুঃখ দেয়া আমার ঠিক হয়নি,
আজ চোখ দিয়ে পানি ঝরে__তোমাকে কখনো নিবিড় ভালোবাসিনি।
আজ বেলাদ্বিপ্রহরে__আমার কপোল ছুয়েঁ পড়েছে বেদনার নোনাঘাম
তোমাকে ভালোবাসতে না বাসতেই হায় ! এই আমি কোথায় আসিলাম ?
১৩.১১.২০১৩
©somewhere in net ltd.