![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সৌন্দর্যলোক
শাফিক আফতাব...............
চুলে ঢেকে আছে তার অন্তর্গত সৌন্দর্য__যেন ঘাসে ঢাকা ঘাসফুল __
কিংবা লতায় ঢাকা কমলালেবু দুটো,
কিংবা পর্দায় ঢাকা অভিনীত নাটকের প্রকল্পনার কত ঝিমিমিলি আলো__
ঢেকে আছে মশা-মাছি আর জীবাণু থেকে দূরে শিশুর জন্য বিশুদ্ধ খাবার।
কখনো মনে হয় যাদুরবাক্স থেকে বেরিয়ে এলো বাজিকরের বল__
কখনো মনে হয় সাপের মনির অমূল্য সম্পদ নাগিণীর কাছে,
কখনো মনে হয় আবহমান এক রহস্যলোক থেকে বেরিয়ে এলো দুটো গোলডিম__
কখনো মনে হয় কর্তার জন্য গামছায় ঢেকে রাখা কৃষকের দুপুরের খাবার।
এই যে সৌন্দর্য, অন্তর্গত সৌন্দর্য তোমার, এই যে পেলব অনুভব __
চোখের চাদরে আহা ! একি পুলকের অজস্র আবেশের ঘ্রাণ !
আহা ! আঁধারের গভীরে, দিনে, রাতে আর হেলেপড়া বিকেলে কত কলরব !
আমাকে জাগাতে এক আবহমান লোকে কে যেন সুমধুর স্বরে দিয়ে যায় আজান।
কত যতনে ঢেকে রাখো তোমার সঞ্চয় আমাকে দেবে বলে উজাড়ে __
কত ধ্বনি, স্বর, শ্বাস,__ঘ্রাণ পাগল করে যায় আমারে, নিঝুম আঁধারে।
১৫.১১.২০১৩
©somewhere in net ltd.