![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
জীবন, গাণিতিকসূত্র নয়
শাফিক আফতাব............
আমি কতবার বাতাসকে বলেছিলাম, দক্ষিণে না,
উত্তরে বহো__আমি নদীর তরঙ্গকে বলেছিলাম, সাগরে না
আপন সত্তায় রহো।__আমি সময়কে বলেছিলাম, একটু অপেক্ষা করো
প্রেয়সীরে একটু ভালোবেসে নিই__আমি তোমাকে বললাম__অপেক্ষা করো
আসবো।
কেউ কোনো কথা শুনলো না আমার।
কোনো কথা রাখলো না।
অবশেষে তুমি আমার__যে তুমি একদিন বিহনে কান্নার জলে ভেজাতে বালিশের তল,
যে তুমি ভালোবাসার উষ্ণাতাগুলো শিশিতে কর্কবন্দি করেছিলে,
যে তুমি নিজকে আগলে রেখেছিলে কিশোরীর অনাঘ্রাত যৌবন__সেই তুমি কত সহজ
অনায়াসে বদলে দিলে আকাশের রং __
কত সহজে ভাষার শব্দ ব্যবহার বদলে হয়ে উঠলে রোমান্টিক আধুনিক মানুষ।
এই জীবনে কেউ কথা রাখেনি
এই জীবনে হিসেব মিলেনি আমার__
এই জীবন আমার এভাবে পাড় হলো।
অঙ্কের মতোন উত্তর মেলে না জীবনের
দুয়ে দুয়ে চারের মতোন উত্তরামালা মতোন জীবন নয়
জীবন এক জটিল কুরুক্ষেত্র__ঝড়ে ঝঞ্ঝায়, রোদে, অবরোধে গাণিতিকসূত্রহীন বয়ে চলে
অবিরাম বয়ে চলে।
১৯.১১.২০১৩
©somewhere in net ltd.