![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মিশ্রছন্দে আবোল তাবোল
{/শাফিক আফতাব}/...............
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন
বন্ধুত্ব স্থাপনের চেয়ে রক্ষা করা তেমনি কঠিন
তাই আমি বন্ধুত্ব করিনা
কেনো না বন্ধুত্ব রক্ষার ক্ষমতা আমার নেই
আমি খেঁটে খাওয়া খিটখিটে মানুষ
আমার তেমন রুজি নেই__ব্যাংক ভরা পুজিঁ নেই
আমি দীনদরিদ্র এক লোক
নুন আনতে পানতা ফুরায়, বাতাস খেয়ে পরান জুড়ায়
আরাম করি ছিঁড়া কাঁথায়
মানুষের সাথে বন্ধুত্ব কি আমার শোভা পায় ?
বন্ধুত্বে দরকার অর্থ
রঙিন গেলাস আর পুলকিত গর্ত
আড্ডায় দীর্ঘ সময়
আমি তো ভাই কাজের কাজী,
এতটুকু নাই কারসাজী
নাইতো ঘুষের টাকা, পরকীয়ার জন্য হাতের শাঁখা
নাই টেন্ডার, নই ভেন্ডার __ নিউটার জেন্ডার __
নাই লেন্ডের ব্যবসা, নাই প্যান্টের কারখানা
সারারাতদিন কাজ করে জানটা ফানা ফানা।
আমার কোনো বন্ধু নাই__ভুল বোঝার সময় নাই
দ্বন্দ্ব নেই, মন্দ নেই, ভালোবাসার গন্ধ নেই
আপন ছন্দে চলি
মনে যা আছে বলি
নিজে করে নিজে খাই, একা একা গান গাই
একা একা বাজাই দোতরা
আর একা একা গুনে যাই আকাশর যত তারা।
বেশ তো আছি ভালো আছি, নিজের কাছে কাছাকাছি
ঝগড়া নাই __বিবাদ নাই
আপন মনে বাজাই সানাই একা একা
আর আমার চলে আঁকিবুকি লেখাজোখা।
১৯.১১.২০১৩
©somewhere in net ltd.