![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তুমি কাছে এলে গলি__দূরে গেলে প্রেরণায় পথ চলি
=[ শাফিক আফতাব ]=
কাছে এলে গলি,
দূরে গেলে প্রেরণায় পথ চলি ;
এক কোন যাদুর বাণ !
ভালোলাগা __ব্যথা লাগা অফুরান।
তুমি অনুগত হলে আমি স্নাত হই ভালোবাসার জলে।
উদ্ধত হলে পুড়ি তুষের অনলে।
কী এক যাদুমন্ত্র তোমার কাছে !
হেরে যায়__আবার উঠে দাঁড়ায়__লগ্ন হয়, ভগ্ন হয়
তবু মগ্ন হয় শাশ্বত এক সুবাসিত বোধের জলে।
তুমি অনুগত হলে আমি স্নাত হই ভালোবাসার ছলে।
বারুদ হয়ে জমে থাকি__তোমার উত্তাপে ভস্ম হই।
আবার তা থেকে শস্য হয়।
এক অপার হাস্যে ঝর্না ঝরে কালনিরবধি__
তুমি অনুগত হলে হাওয়ায় হাওয়ায় পথ চলি।
তুমি কাছে এলে গলি__দূরে গেলে প্রেরণায় পথ চলি।
নদী আর নক্ষত্রে দিবারাত্রে কত কলকাকলি।
২২.১১.২০১৩
©somewhere in net ltd.