![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
বধূস্নান
=[শাফিক আফতাব]=
দিঘির জলে ধুয়েছিলে ব্রা, ব্লাউজ আর লালসালু সায়া __
থপথপে সাবানের ফেনা উঠেছিলে কাঠাঁল কাঠের পিঁড়ায়,
ভিতরে আলগোছে দুটো সোনালী ডিম দুলছিলো ঝাপটায় __
তোমার জন্য আমার জেগেছিলো কত ভালোবাসা, মায়া।
দিঘির পাড়ে বসে তোমার স্নান দেখা __ যেন মধুরকেলি
তোমারে দেখে দিঘির শান্তমন্থর জল করতো কেমন খলবল !
সোনালী ডিমের ছোঁয়ায় যেন কত সুবাসিত হতো দিঘির জল__
ওদিকে হৃদয়ে আমার জন্মেছিলো শত জনমের প্রেমের পদাবলি।
স্যুপ স্যুপে ভেজা শাড়িতে দুপদাপ ফিরতে ঘরে,
জলছাপার মতোন ভেসে উঠতো অন্তর্গত সুন্দরের ভাস্কর __
তা দেখে মরে যায়, কে যেন ! একশত দশ ডিগ্রি জ্বরে ;
কাপড় পাল্টাবার কালে দুটো চোখ বসে থাকতো বেড়ার ফোঁকরে।
আদিম কৃষকের এক ক্ষুধাতুর মন দিয়ে আমি পুড়ে যাই
তোমাকে সংগোপণে দেখে তবু আমি স্বর্গলোকের মজা পাই।
২৪.১১.২০১৩
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
এহসান সাবির বলেছেন: নতুন কবিতা কই?
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কামনায় ভরা একটা কবিতা!
সোনালী ডিম বলতে কি বুঝিয়েছেন?