![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
বুকের অভিধানে ভারি বইয়ের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করে
={ শাফিক আফতাব }=
তুমি এখন কেমন লজ্জায় বিভোর এক হালকারঙের মানবী
তুমি এখন কেমন মোলায়েম স্বভা্বের মানুষ
অথচ তোমার দাপটে কেঁপে যেতো পাড়ার দুরন্ত ছোঁকড়া
তোমার দাপড়ে বাতাসে উড়ে যেতো ফুটপাতের লেকড়া।
তোমার হিলের চাপে পিষ্ট হতো পিচ ঢালা পথ
তোমার চলার ছন্দে উড়তে অবিকল কালবৈশাখীর ঝড়
তোমার দেহের সুবাসে নড়ে যতো বাগিচার ফুল
তোমাকে ভালোবাসি বলতে দেহে নামতো একশত দশ ডিগ্রি জ্বর।
তুমি এখন নরম পায়ে হাঁটো শহরের পথ
নরম সুরে কথা বলো যেন কী অমায়িক মানবী তুমি
গভীর জলের নদী তুমি আজ যেন সতত
তোমার দেহে আজ নেই একটিও বেগানা কৃমি।
তোমাকে দেখলে আজ নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে
বুকের অভিধানে ভারি বইয়ের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করে।
০৭.১২.২০১৩
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: হা তাই ?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমাকে দেখলে আজ নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে
বুকের অভিধানে ভারি বইয়ের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করে।
+++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। সেই সাথে শুভ কামনা
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
বৃশ্চিক রাজ বলেছেন:
তোমার হিলের চাপে পিষ্ট হতো পিচ ঢালা পথ
তোমার চলার ছন্দে উড়তে অবিকল কালবৈশাখীর ঝড়
আহা পুরোই রোম্যান্টিক হয়ে পরেছি। যেন সত্যি চোখের সামনে দিয়ে হেটে গেল কোন এক রমণী।
গ্রেট +++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: মঙ্গল কামনা করি।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এহসান সাবির বলেছেন: তোমাকে দেখলে আজ নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে
তোমাকে ভাবলে আজ নতুন করে বাচতে ইচ্ছে করে...........