![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
বেশ্যার বিশ্ব
[শাফিক আফতাব]
বেশ্যার বিশ্বের মতোন অবাধ পৃথিবী আমার,
নোংবা অনুভবে ভাবে, এটা একটা কামের খামার।
প্রেমকে টাকার বিনিময়ে কিনে রাখা যায় বাজার ব্যাগে,
কামকে গবাধি পশুর মতোন পাওয়া যায় মালিবাগে।
দুষ্ট লোক নিজকে শিষ্ট ভেবে নষ্ট করে সমাজের তল,
তবু তারা বেঁচে থাকে বহাল তবিয়তে, শক্ত খুঁটির বল।
আমলার গামলা ভরে যায় উপহারে সম্মানী আর উৎকোচে __
টেন্ডারে, ভেন্ডারে, টাকা পাচার হয় নাইট কোচে।
ভ্রাম্যমান মাগিদের দেখে নাক ছিটকায় ভদ্রঅফিসার,
অথচ অফিসের আয়েসরুমে খায়স মেটায়, প্রশাসন ক্যাডার।
কত বুলি, ফুলকলি, তাজা ভাষণ, স্বচ্ছ বাসন কত দেখেছি !
রাতের আঁধারে কত ভদ্রবাবার পুত খেলে কানামাছি।
নষ্ট মানুষের শ্বাসে, মিথ্যেবাদী শিক্ষিতের আশ্বাসে দুষিত আজ সমাজ,
গরীবের অন্ন লুটে খেতে তাদের কত কৌশল আর কারুকাজ।
০৮.১২.২০১৩
©somewhere in net ltd.