নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ফুটিছিলে নিজে, শিশিরে ভিজে,

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

ফুটিছিলে নিজে, শিশিরে ভিজে,

[শাফিক আফতাব]



শীতের ঘুমে, নরম গরমে, শরমে মনে পড়ে তোমায় ;

কত ভালোবাসাবাসি, কাছে আসাআসি, কত কানামাছি খেলা __

অলকে পুলকে ঝলকে তোমাকে পেয়েছি ঘ্রাণের মেলায়,

আজ এই শীতে, ব্যথার পীরিতে, ভাসিছে বেদনার ভেলা।



কত কাছে ছিলে, শাপলার ঝিলে, দিয়েছিলে প্রাণের সুবাস,

দিয়েছিলে তাপ, মধু সংলাপ, দিয়েছিলে সাত রাজার ধন __

দিয়েছিলে আলো, খোপা খোলা চুল এলোমেলো, দিয়েছিলে মন

ফুটিছিলে নিজে, শিশিরে ভিজে, আহা, তোমার গোলাপপ্রকাশ !



শীতের ভিতরে, হৃদয়ের নীড়ে, পাখি ডাকে আজো তাই,

যে ভালোবাসা, যে কাছে আসা, যাহা দিয়েছিলে আপনাই__

সেইসব দান, মর্ত্যলোকের ধান__সেইসব প্রেম, মুক্তার দানা,

তোমাকে পেয়ে, সুধায় মিশিয়ে, জুড়েছে মম বিক্ষত পরাণ।



ঘুরেফিরে শীত আসে, প্রেম আসে, তুমি আসোনা আগের মতোন,

একা একা আমি বোকা বোকা সেজে, চালাই আপন কথোপকথন।

০৯.১২.২০১৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

ময়না বঙ্গাল বলেছেন: কবিতাটি পড়তে পড়তে প্রকৃতির সজীবতা নির্মলতা অনুভবের পাশাপাশি একটা হাহাকার বোধে আচ্ছন্ন হয়েছিলাম। ব্লগে নিয়মিত ছিলাম না। এখনই আপনার কাব্য গ্রন্থসমুহের নাম জানলাম। আল্লা আপনার কাছ থেকে কিছু কালউত্তীর্ণ লেখা বের করে আনুক এই আমার দোয়া আপনার প্রতি ।
ভাই, আমি সমাজ ধর্ম দর্শন বিষয়ক লেখা তৈরী করেছি এবং করছি, পুস্তক আকারে প্রকাশের অভিপ্রায়ে। ব্লগে এখন থেকে নিয়মিত লেখা পোস্ট করবো। একটু পড়ে মন্তব্য দিবেন।দীর্ঘজীবি হোন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি। আমি ব্লগে কম ভিজিট করি। তবু আপনার লেখা পাওয়া মাত্রই মন্তব্য করবো।
ভালো থাকুন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

এম এ কাশেম বলেছেন: সুন্দর কবিতা
সনেটের আঙ্গিলে লিখা
তবে স্বার্থক সনেট হয়নি।

অনেক ভাল লাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

অনুপম অনুষঙ্গ বলেছেন: অামি অবশ্য সার্থক সনেট লিখতে চাই নি। সনেটে আঙ্গিকে কিছু লিখতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.