![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ক্রমাগত অনুগত হতে থাকি তোমার
[শাফিক আফতাব ]
কেমন দাপট ছিলো আমার__কত ক্ষমতা
কত হিংস্র ছিলাম আমি
অথচ এখন ক্রমাগত অনুগত থাকি তোমার
তোমার ভালোবাসার দিকে মুখ করে আমি সূর্যের অপেক্ষায় থাকি
তোমার হৃদয়ের স্ফূরণ পেতে আামি ঠাঁয় দাঁড়িয়ে থাকি তীর্থের কাক
যদিও তোমার সাথে আজ বিস্তর ফারাক
তবু তোমার আগমন মনে হয় ! কখন হয় !
আমি এখন শীশুর মতোন লোলুপ হয়ে উঠেছি তোমার ভালোবাসার জন্য
অথচ এক সময় তোমার ভালোবাসা পায়ে দলে দেশের সেবায় নিয়োজিত ছিলাম
বিখ্যাত মানুষ হবো বলে তোমার ভালোবাসা ছুড়েঁ মেরেছি উচ্ছিষ্ট খাবারের মতোন
অথচ আজ দীনদরিদ্র আমি
দুমুঠো ভাত পাই না
আপন পাইনা কাউকে
কেউ এসে বলে না__আজ দিনটি কেমন গেলো আমার ?
কেমন আছি আমি ?
আমার অন্তরে অন্তর্গত কোনো দুঃখ কিংবা ভালোবাসার শিশির ভেজা বেদনারবিন্দুরা জমে কি না ?
তোমাকে গোলাপ দিতে আমি প্রায়শ ভোর ভোর ঘুম থেকে উঠি
শিশির ভেজা সদ্যফোটা গোলাপ তোমাকে দেবো বলে সারারাত একটি ভালোবাসার হৃদয় নিয়ে রাত্রি জাগি
তোমার হৃদয়ের আবেশ নিতে
হৃদ্যতার একটি উষ্ণতার প্রাঞ্জল বাক্যের আহবাণ পেতে আমি
ক্রমাগত অনগুত হতে থাকি শীতের ঘুমঘুম রাত।
সকল দ্বন্দ্ব ভুলে খুলে ধরো তোমাকে কাব্যগ্রন্থের মতোন তরতাজা অনুভব নিয়ে তুমি তোমাকে খুলে ধরো
তোমাকে পাঠ করে আমি আবার স্বর্গলোকে যাবো
দেশের সেবা করবো না__তোমাকে ভালোবাসবো শুধু, ক্রমাগত তোমার অনুগত হতে থাকবো।
১০.১২.২০১৩
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: ভালো তো ? দেখা হবে
ব্লগ ডেতে
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আসবেন? ভেরি গুড। আপনাকে দেখার অপেক্ষায় লাইভ স্ট্রিমিং এ। আমি তো আসতে পারব না।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেশের সেবা করবো না__তোমাকে ভালোবাসবো শুধু, ক্রমাগত তোমার অনুগত হতে থাকবো।
হা হা।