![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তোমার অভিধানের পৃষ্ঠা উল্টে পেয়েছি জীবনের আস্বাদ
[শাফিক আফতাব]
শীতের কতশত বিকেলের ভিতর তুমি নিবিড় করেছিলে আমায়
হৃদয়ের সুবাসগুলো মেখে দিয়েছিলে দুধভাতে
তোমার স্পর্শের ঘ্রাণ প্রাণে সুধা জেগেছিলে আদিম অমায়
অকস্মাৎ ভালোবাসার হাত রেখেছি তোমার হাতে।
ঢাকনা খুলতেই গরম ভাতের ভাঁপ যেমন আনন্দ দেয় ক্ষুধিতের
তোমার অভিধানের পৃষ্ঠা উল্টে আমি তেমন পেয়েছি জীবনের আস্বাদ
তোমাকে স্পর্শে চোখের প্রিজমে নেমেছিলো আদিম প্রেমের
গান। তোমাকে পেয়ে আমি কত কত দিন হয়েছিলাম কত অথৈ অগাধ।
ক্ষুধার্থ শিশুর মতোন আমি এক চুমুকে সাবার করেছে দুধের পেয়ালা
যেন তোমাকেই ঢক ঢক গিলে উষ্ণ প্রদাহ, দাহ, দহন হয়েছে প্রশমন
তোমার আগমনেই কত কল্ললিত হয়েছিলো নিঝুম, নির্লিপ্ত ; নীরালা__
তুমি নেই, শীত আসে, শিশির ছোঁয়া দেয় নরম ঘাসে, আমি কেমন উচাটন।
বোধের ভিতর জেগে থাকো, প্রেরণা দাও, প্রেম দাও হে আমার অনুপম মেয়ে
তুমি নেই__তবু ভাসাই সাম্পান, গাই গান, রাত জাগি তোমকে নিয়ে।
]রাজধানীর ভিতর, নির্সগ]
১০.১২.২০১৩
©somewhere in net ltd.