![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দুঃসময়ে কেউ বাড়ায়নি ভালোবাসার হাত
[শাফিক আফতাব]
দুঃসময়ে কেউ বাড়াযনি ভালোবাসার হাত,
চোখ তুলে দেখেনি একবার__জীর্ণ জীবনে কেউ দেয়নি দুফোটা শিশিরের জল
কেউ ভালোবাসেনি আমাকে__পাশে বসে বলেনি সাবলীল দুটো কথা।
দেয়নি শীতার্ত দিনে এতটুকু অভিজাত উষ্ণতা।
আমি কতদিন চৈত্র দিনের মতোন খাঁক হয়েছিলাম
কার্তিকের আকালে জলছাপার মতোন আমার পাঁজর ভেসেছিলো
জণ্ডিসে আমি হলুদ গিয়েছিলাম,
আমার বড় দুর্দিন ছিলো__আমার পুঁজিপাট্টা যুমনার জলে ভেসে গিয়েছিলো
তবু কেউ আমাকে সববেদনার গান শোনায় নি।
ভালোবাসার জন্য আমি সাত সমুদ্র আর তের নদী পাড়ি দিলাম
ভালোবাসার জন্য সয়ে গেলাম কত লাঞ্ছনা
ভালোবাসার জন্য আমি কত বিনিদ্র রাত কাটালাম__কাব্যের ভাজেঁ ভাজেঁ খুঁজলাম
ভালোবাসার প্রস্তাবনা__
এতটুকু হৃদ্যতার জন্য হৃদয় সঁপেছিলাম
তবু কেউ দিলোনা ভোরের শিশির ভেজা একটি গোলাপ__গোলাপজলের ছিটেফোটা ।
বুকের গভীর থেকে দিলোনা ভালোবাসার উষ্ণতা ।
১১.১২.২০১৩
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
বেকার সব ০০৭ বলেছেন: মন্তব্যার জন্য আমি সাত সমুদ্র আর তের নদী পাড় থেকে চলে এলাম- ধারুন কবিতা