![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
যক্ষের ধন ভালোবাসা
[শাফিক আফতাব]
কৃপণের মতোন ঢেকে রাখো ভালোবাসাগুলো
যক্ষের ধনের মত রাখো
আবহমান কৃষানীর মতোন গোলায় ভরে রাখো ধান
কলসীতেও কিছু রাখো।
আমি আধুনিক শিক্ষার তোড়ে স্মার্ট হতে চাই, তুমি বাঁধ সাধো
আমি উদার ভালোবাসায় তোমাকে ঋদ্ধ করতে চাই__তুমি আধো আধো।
আমি রঙিন ভালোবাসায় সজ্জিত করতে চাই তোমাকে__তুমি সাদাকালো দিনের কথা বলো
আমি আধুনিক হতে চাই__তুমি উত্তরাধুনিকতার অনুষঙ্গে আসঙ্গ চাও।
তোমার সাথে পথ মেলে না তাই
মানুষ চাও সংক্ষিপ্ত সঙ্গমের সাধ__তুমি সেখানে বর্ষার অনুরাগের প্রবলতা।
মানুষ চাও কৃত্রিম ফোয়ারার প্রবাহন__ তুমি প্রাকৃতিক ঝর্নার গান
মানুষ চাও আধুনিক শহরের নান্দনিক রূপ__তুমি সেখানে এখনো শাঁনকির জলে মুখ ডোবাও।
আমি চাই ব্যন্ডসংগীতের স্বরগ্রাম__তুমি গ্রামের নিসর্গ
তোমার যক্ষের ধন ভালোবাসা আঁচলে বেঁধে রাখো __আমি গেলাম।
১২.১২.২০১৩
©somewhere in net ltd.