![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
লজ্জার শিশিরে ঘাসের মতোন নুয়ে যেতে শুভ্র ভোরে
[শাফিক আফতাব]
তোমার চোখে চোখ রাখার জন্য কতগুলো গোলাপ দিয়েছিলাম
তুমি প্রায়শ আনত থাকতে__লজ্জার শিশিরে ঘাসের মতোন নুয়ে যেতে শুভ্র ভোরে
তোমাকে দেখার তৃষ্ণাগুলো প্রসূতি পাখির মতোন ফোটাতো পুলকের গুচ্ছ গুচ্ছ ফুল
তোমাকে বলা সাবলীল সংলাপগুলো অবিকল গীতিকবিতা হতো রাত্রির আঁধারে
___সেই তুমি আজ কত কাছে শুয়ে থাকো__ফুলের মতোন ফুটে থাকো
তৃষ্ণার আকাঙ্ক্ষায় অপেক্ষায় থাকো পুলকের আঁধারে ভিজে
নিবেদন করার জন্য সেজে থাকো উৎসবে সাজানো কিশোরীর মতোন।
অথচ সেই তোমাকে দেখার অবকাশ কোথায় আজ ?
সময় বিবর্ণ করে দিয়ে গেছে কামনার ফুল
সময় পাংশুটে করে দিয়ে গেছে হৃদয়ের অনুভব
সময় পাষাণ মানবীর মতোন আঘাত দিয়ে গেছে__তোমাকে দেখার চোখ আজ তাই ধূলোয় মেশে।
হে অনুপম অনুরাধা আমার ! আসো কৃষ্ণ কৃষ্ণের কাছে
পুরনো চোখে যতটুকু আছে, দেখি
এসো শিশির ভিজে গোলাপে ভিজে যাই __অনুভবে ফোটাই প্রথম যৌবনের কম্পিত মিলন
সময় ধসে দিয়ে যাক__তবু এসো দেখি স্বপণ।
১২.১২.২০১৩
©somewhere in net ltd.