![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
উচ্চ মাধ্যমিক কবিতা
[শাফিক আফতাব]
তোমাকে পেতে আমি গনকের কাছে গিয়েছিলাম
হুজুরের দোয়া তাবিজ আর পানিপড়া নিয়েছিলাম
তোমাকে পেতে আমি তোমার নাম জপ করেছিলাম এককোটি বার
তোমার হাতে একটি গোলাপ পেতে আমি পৃথিবীর প্রান্তর হেঁটেছি।
হেমন্তের পথে আমি ঠাঁয় দাঁড়িয়েছিলাম__তুমি আসবে এই পথে,
কিছু নয় শুধু তোমার পথে হাঁটা দেখবো,
কিছু নয় তোমার ওড়না বাতাসে কীভাবে ওড়ে, দেখবো ;
কিছু নয় তুমি পথ হাটতে আকাশ কীভাবে দেখো ? __তা দেখবো,
কিছু নয় তোমার পথ হাঁটায় হেমন্তের পথে কোনো সুবাস ছড়িয়ে পড়ে কিনা ? তা শুঁকতে।
তোমাকে পেতে আমি কবিতা লেখা শিখলাম,
পত্রিকায় পাতায় ছাপানো কবিতা দেখে তুমি দুর্বল হবে, এই ভেবে
পাঠাবে রঙিন প্যাডে একটি দীর্ঘ প্রেমের চিঠি
কিংবা হেলে পড়া হেমন্ত বিকেলে সবুজ ঘাসের ক্যাম্পাসে ডেকে নিয়ে বলবে অপ্রয়োজনীয় কথা
কিংবা উচ্চতর গণিতে ক্যালকুলাসের সমাধান চাবে তুমি
নয়তো বলবে কেমন আছেন ?
তোমাকে পেতে কোমর বেঁধে অধ্যয়নে নেমে গেলাম আমি
মেধাবী ছাত্রের খেতাব পেতে মোলায়েম পথ হাঁটতে শিখলাম
তোমাকে পেতে আমি পর করেছি বিলাসের বিছানা
তোমার পেতে আমি ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলতে থাকলাম।
তোমাকে পাবার জন্য আজও আমি একজন কর্মী মানুষ
তুমি তবু মুখ ফিরে তাকালে না।.............
১২.১২.২০১৩
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
এহসান সাবির বলেছেন: ভালোলাগা.....