![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
গাঢ় কথার কবিতার পুতুল
[শাফিক আফতাব]
আমি গাঢ় কথার কবিতা লিখতে চাই
তুব হালকা হালকা কথা চলে আসে__ছেলে মানুষি প্রেম আসে
ছেলে বেলার কথা ভাসে শীতের বাতাসে।
তবু আমিনার, সখিনার, জরিনা প্রেম আসে__
তবু গ্রামের অবহেলিত মানুষের গুঁদরি কাঁথার গন্ধ আসে।
আমি কী করি হায়!
গাঢ় কথার কবিতা পাই কোথায় !
কঠিন কঠিন শব্দের কবিতা ?
সমাসবদ্ধ শব্দের কবিতা ?
আমিনা, সখিনা, জরিনা__কঠিন ভাষা জানেনা
তারা আঞ্চলিক ভাষায় সাদাকালো প্রেম নিবেদন করে
তাদের কথার শ্বাসে আর ভেরেণ্ডাফুলের গন্ধ
তাদের অন্তর্বাস থেকে আসে ঘামের আঁশটে ঘ্রাণ
তাদের স্তনের ছোঁয়ায় আসে পরিপুষ্ট কুমড়োর ফুল
কোথায় পাই আমি গাঢ় কথার কবিতার পুতুল ?
তাদের সঙ্গমে নেই শীতাতপনিয়ন্ত্রিত সৃঘ্রাণ
তাদের মখমলে বিছানা নেই__নেই অত্যাধুনিক সঙ্গমপ্রসাধনী
তারা মাটির সাথে মিশে ভাত খায়, ঘুমায়, ধূলোমাখা হাতে ছোঁয়
প্রিয়ার কপোল
কৃষ্ণঘাসের গভীরে ঢুকে পুলকের প্যান্টি।
আমি সেইসব প্রান্তিক মানুষের স্বর
কেমনে থাকবে কঠিন কথার কবিতা, আমার ভিতর ?
রাজধানী, পূ্র্বাঞ্চল
১৫.১২.২০১৩
©somewhere in net ltd.