![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সময়ের কাছে
[শাফিক আফতাব]
তুমি থেমে আছো__পৃথিবী থেমে নেই, জীবন থেমে নেই
তুমি ঘুমে আছো__ওদিকে সময় তোমাকে সানফ্রান্সিসকো পাড়ি দিলো
তুমি ভেবে স্থবির পড়ে আছে__ঘড়ির কাঁটা চলছে টিক টিক
তুমি অলসে অবসাদে আস্বাদে মদির হতে হতে মুখ লুকিয়েছো পুলকের ফুলে__ওদিকে সময় অন্তগুঢ় স্রোতে
তোমাকে ধসে যাচ্ছে__
তুমি অহঙ্কারে হুঙ্কার তুলছো অভিজাত বাঙ্কারে__ওদিকে ঘুণে পোকারা তোমাকে দেখে ক্ষেপছে
তুমি মিলনের আনন্দে বিভোর করেছো শুভ্র ভোর__ওদিকে তোমার ডোরে ডাহুক ডাকছে।
তুমি দীর্ঘ ঘুমে অনুপম অনুভবে উৎসব করছো হৃদয়ের !
ওদিকে সময়ের দ্রুততম যান তোমাকে জীবনের প্রান্তে ভাঁগাড়ে ফেলে দিলো
তোমার কঙ্কাল হলো মাটির খাদ্য__আর তোমার জীবনের নির্যাস থেকে পৃথিবীতে রচিত হলো
কঠোরকঠিন উপপাদ্য___
তোমার প্রাণের সুবাসে ক্রমশ ভদ্র কিংবা একগাদা ইতরের পাল জন্ম হলো।
তুমি অবশেষে নুয়ে গেল__সময়ের কাছে আনত হলে।
১৭.১২.২০১৩
©somewhere in net ltd.