![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
চেতনার মানুষ
_____শাফিক আফতাব_____
দুঃস্বপ্নে রাত্রি কাটে__কখনো দেখি, একটি সর্প আমাকে তাড়া করছে,
কখনো দেখি__পাহাড় থেকে আমি নিচে পড়ে গেলাম,
কখনো দেখি__আমি হাওয়া হাওয়ায় উড়ছি__কখনো দেখি, আমাকে পানিতে কে যেন ডুবিয়ে ধরেছে,
দুঃস্বপ্নে রাত্রি কাটে __রাস্তার পাশে নগ্ন মানুষদের দেখি অবিকল কুকুরের মতোন সঙ্গমে লিপ্ত,
আর শহরের প্রতিটি ফ্লাট বেশ্যার খুপরি হয়ে গেছে।
কখনো দেখি__আমাকে তাড়া করছে একটি তুখোর বনশৃগাল__একটি হায়েনা,
কখনো দেখি জীবেন যাকে ভালোবাসিনি __সেই শয্যাসঙ্গিনী হয়ে গেছে,
তার উপদ্রুত এলাকায় আমি বর্ষার প্লাবন দিয়েছি।
এইসব ঘোরের ভিতর রাত্রি কাটে__আমি স্বপ্ন দেখি__না স্বপ্ন আমাকে দেখায় ?
না সারাদিনের যাপিত সময়ের ফোকাস বায়োস্কোপ হয় আমার চেতনায় ?
সারাদিন যায়__ কত কিছু চোখের পর্দায় আস্তর হয়,
রাত্রির গভীরে চোখ বুজে ঘুম এলে চেতনার মানুষগুলো আমাকে কাঁদায়, হাসায়, রিরংসায় অনুগামী করে __
নয়তো ভয়াল বাক্যবলি আমাকে কুঁড়ে কুঁড়ে খায়।
আমি ক্ষত_বিক্ষত হতে থাকি__সময়ের ধকলে বিকল হতে থাকে আমার চেতনা
আমি আমার প্রাণটুকু ভ্যানিটে ব্যাগে করে অসীমে অনন্তে পালাতে উদ্যত হই।
১৭.১২.২০১৩
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
অনুপম অনুষঙ্গ বলেছেন: নেড়ে মা তেড়ে আসে !!!
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাখ্বাস কাবিতা। বহুত বুরা তারিকাসে ইস্ কাবি কাবিতা লিখা্হে।