![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
এসো সুন্দর হই__ফুটে উঠে শাশ্বত প্রেমের জলে পা ধুয়ে
শাফিক আফতাব________________
মাঝির ভন ভন আর দুষিত দৃষ্টি এড়াতে তুমি ঢেকে রাখো তোমার সুন্দর,
এদিকে আমার মনে অজস্র জোনাকিরা মিটমিট করে__
এদিকে রক্তে পুলকের প্লাবন আসে, পউষের রাতে __সুমধুর :
ওদিকে অসময়ের বৃষ্টিপাতে সমুদ্র ভরে।
সকল সুন্দরের জমাট খনি নিয়ে তুমি এক অপরূপ সুন্দরী,
তোমাকে দেখেই পৃথিবীর সকল সুখ পরিহরি,
তোমাকে দেখেই হতাশার কুয়াসা ভেঙে নরম রোদ আসে __
আমি ঋদ্ধ হই__ধন্য হই, প্লুত হই__তোমাকে ভালোবেসে।
ঢাকনা খুলে ধরো__খুলে ধরো পৃথিবীর আদিমতম পুলকের দ্বার ;
অবাগাহন করে তোমাকে দেই গুচ্ছ গুচ্ছ ফুলের ঘ্রাণ __
দেখিও, জুড়াবে তোমার, বহুদিনের কর্মক্লান্ত ক্ষুধিত পরাণ :
তুমি যাবে, দেখিও. সাত সমুদ্র আর তেরনদী পাড়।
মাছির ভন ভন আজ প্রজাপতির গুন গুন হোক হে অনুপম মেয়ে __
এসো সুন্দর হই__ফুটে উঠি__ শাশ্বত প্রেমের জলে পা ধুয়ে।
১৮.১২.২০১৩
©somewhere in net ltd.