![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দেহ গলে যায়, পচে যায়,__পচে যায় চোখ, চুল, হাত, পা, হাড় __
পচে যায় স্তন, শিশ্ন, উত্তেজনা __ শুধু ভালোবাসা আর প্রেম মরেনা ;
প্রাণের সাথে অনন্তে যায়, বাতাসের মতোন মৃত্যু নেই তার __
এই বিমূর্ত অমৃত ভালোবাসার জন্য মানুষ হয়, লম্পট আর বেগানা।
রাজার সিংহাসন ছাড়ে রাজার তনয়, প্রেমিক ছাড়ে তার রাজপ্রাসাদ ;
প্রেমের তরে প্রাণ বলি দেয়, পৃথিবীর মালিকানা লিখে দেয় প্রেমিকারে __
অথচ দেহের গভীর যদি মরে যায় রক্তের চেতনা, উত্তেজনা আর স্বাদ,
কতদিন দেখেছি প্রেমিকেরে রাত্রি নির্জনে গলা টিপে মারে।
বিজ্ঞানাগারে ভালোবাসাকে ব্যবচ্ছেদ করে দেখেছি, কঙ্কালের ভেতরে
থাকেনা ভালোবাসা, প্রেম। ভালোবাসা থাকে প্রাণের সাথে মিশে ;
প্রাণ কঙ্কালের খুঁপরি থেকে যদি প্রস্থান করে,
নদী নক্ষত্র নারী অসার হয়ে আসে, সবকিছু হয় তখন মিছে।
মানব আর মানবীরা তবু প্রাণের ঘ্রাণে পৃৃথিবীর বাতাসে দিয়ে যায়
তাদের বোধের ফসল, পৃথিবীর ভূমণ্ডল ভরে থাকে ভালোবাসায়, সুন্দর বৃষ্টিরজল...
১২.০২.২০১৪
একটি সাবালক কবিতা
শাফিক আফতাব //
©somewhere in net ltd.