![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভাষা আর ভালোবাসা পেলে আমি অনেকটা শান্ত হই,
এক খণ্ড ভূমি পেলে স্থিতি পাই,
আর কিছু শস্যদানা থাকলে আমি হই রাজাধিরাজ।
তোমরা দ্যাখো গগনচুম্বি অট্রালিকা
খটখট হিলের শব্দে বেগে ধায় কার প্রেমিকা
আমি চাই ভূমিতে ক্ষেতে আর ঘাসের শিশিরের রুপালী ঝিলমিল।
আর চাই অথই আকাশের নীল।
তোমাদের আনাগোনা কেন্দ্রীয় বাংকের প্যালেসে, জীবনবীমায়
হাউজিং অফিসে, মজুদদারের বিশাল গুদামের গহবরে
আমার আনাগোনা সন্ধ্যার বাতাসে, আকাশের সীমায়
আর প্রেমিকার রঙিন আঁচলের ভেতরে।
যাপিত জীবনে আমি বিষয়আষয়হীন,
প্রতিদিন লালন করি ভিতরে এক ভালোবাসার জ্বীন
পুঁজিবাদীদের কাছে তাই আমার আজ অনেক টাকা ঋণ।
০৫.০৩.২০১৪
আমি চাই ভূমিতে ক্ষেতে আর ঘাসের শিশিরের রুপালী ঝিলমিল//
শাফিক আফতাব//
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২
বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ......
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: অনেক অনেক প্লুত আর খুশি হলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি চাই ভূমিতে ক্ষেতে আর ঘাসের শিশিরের রুপালী ঝিলমিল।
আর চাই অথই আকাশের নীল।
অসাধারন ........****