![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি পথের কাছে হেরে গেছি,পথ আমাকে নিয়ে চলে,
আমি জলের কাছে হেরে গেছি, জল আমাকে স্রোতে ভাসায়,
আমি সময়ের কাছে হেরে গেছি, সময় আমাকে ক্ষয়ে দিয়ে যায়,
আমি তোমার কাছে হেরে গেছি, তুমি ভালোবাসা বদল করো।
আমি দিনের কাছে হেরে গেছি, দিন রাত্রির কোলে আত্মসমর্পণ করে,
আমি রাত্রির কাছে হেরে গেছি, রাত ভোরের অালোয় মিলিয়ে যায়,
আমি স্বপ্নের কাছে হেরে গিছে, স্বপ্ন আলেয়ার সাথে খেলা করে,
আমি মানুষের কাছে হেরে গেছি, মানুষগুলো প্রতারণা করে।
আমি তাই পথ চলিনা, থেমে থাকি পাহাড়ের মতোন,
আমি তাই জলের কাছে যাই না, স্রোতের করাল থাবায়,
আমি স্বপ্নের কাছে যা্ই না, স্বপ্ন ভঙ্গে আমি বিক্ষত হই,
আমি আর তোমাকে ভালোবাসি না, তুমি শুধ কষ্ট দাও।
আমি আজ মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি ;
কল কল ধ্বনি তুলে তবু গেয়ে যায় কত অনুরাগি।
১৬.০৩.২০১৪
মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি /
শাফিক আফতাব /
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ....